ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি২০ সিরিজ

বাংলাদেশকে সিরিজে হারাতে চায় দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৫:২২, ৬ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশকে সিরিজে হারাতে চায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে বাংলাদেশ। এ সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবে বাংলাদেশ দল। প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। এই সিরিজে বাংলাদেশকে হারাতে চায় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে হারের জ্বালা বাংলাদেশকে হারিয়ে মেটাতে চায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা পেসার কাগিসো রাবাদা সেইরকমই কথাবার্তা বলছেন। স্পোর্টস২৪-এ দেয়া এক সাক্ষাতকারে রাবাদাকে প্রশ্ন করা হয়েছিল, দেখেছ, অস্ট্রেলিয়ার বিপক্ষে কী দুর্দান্ত খেলছে বাংলাদেশ? রাবাদা বললেন, ‘তুমি বলতে পার। তারা ভাল খেলছে। তবে মনে রাখতে হবে তারা নিজেদের পরিচিত কন্ডিশনে খেলছে। তারা (বাংলাদেশ) এখানে (দক্ষিণ আফ্রিকায়) আসবে। অনেক কঠিন পরিস্থিতিতে তাদের পড়তে হবে।’ রাবাদা যেন সিরিজ শুরুর তিন সপ্তাহ আগেই বাংলাদেশকে হুঙ্কার দিয়ে বসলেন। দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ২৮ সেপ্টেম্বর পোচেফস্ট্রমে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ৬ অক্টোবার ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ শেষে ১৫ অক্টোবর প্রথম, ১৮ অক্টোবর দ্বিতীয়, ২২ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ২৬ অক্টোবর প্রথম ও ২৯ অক্টোবর দ্বিতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। সব সিরিজেই বাংলাদেশকে কুপোকাত করতে চায় দক্ষিণ আফ্রিকা। এ মুহূর্তে সেরা সময় চলছে বাংলাদেশ ক্রিকেটের। জয় আর জয় ধরা দিচ্ছে। যে ফরমেটেরই খেলা হোক, জয় মিলছে। সামনে যে দলই হোক। বাংলাদেশ জয় তুলে নিচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও যেমন জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন দ্বিতীয় টেস্ট খেলছে মুশফিকবাহিনী। এ সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সফরটিতে কঠিন পরীক্ষায় পড়বে। সেই পরীক্ষা যে আরও কঠিন করে তুলতে চায় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে হারে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে (২-১ হার), তিন ম্যাচের টি২০ (২-১ হার) ও চার ম্যাচের টেস্ট (৩-১ হার) সিরিজে হারে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডে খেলতে গিয়ে সবকটি সিরিজেই নাজেহাল হয়। সেই জ্বালা এখন বাংলাদেশকে হারিয়ে সুদে আসলে মেটাতে চায়। কিন্তু তা কী সম্ভব? বাংলাদেশ দেশের মাটিতে তো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। দেশের বাইরেও তো সমান তালে সাফল্য পাচ্ছে। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে একটি সিরিজেও যে হারেনি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় গিয়েও যে ভাল ফল আদায় করে নেবে না, তা কি কেউ নিশ্চিতভাবে বলতে পারে। দলে যে ক্রিকেটাররা আছেন, সঙ্গে কোচ চন্দ্রিকা হাতুরাসিংহের মস্তিষ্ক প্রসূত যে পরিকল্পনা তা যদি সফল হয় তাহলেই তো বাজিমাত করতে পারে বাংলাদেশও। রাবাদার মাথাতে সেই বিষয়টিও আছে। তাইতো ইংল্যান্ডের বিপক্ষে হার নিয়েই সব কথা বলার সঙ্গে বাংলাদেশকে নিয়ে কথা আরেকবার উঠতেই রাবাদা জানান, ‘আমরা সবসময়ই জানি বাংলাদেশ অনেক ভাল দল। তারা আগেও ভাল দল ছিল। এখন তারা তা প্রকাশ করতে পারছে।’ বাংলাদেশকে নিয়ে রাবাদার প্রশংসাই কী মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমদের সাহস পাওয়ার জন্য যথেষ্ট নয়? বাংলাদেশকে যে হারাতে চায় দক্ষিণ আফ্রিকা তা কী এতই সহজ এখন?
×