ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউএস ওপেন

শেষ আটে মুখোমুখি কেভিতোভা- ভেনাস

প্রকাশিত: ০৫:২২, ৬ সেপ্টেম্বর ২০১৭

শেষ আটে মুখোমুখি কেভিতোভা- ভেনাস

স্পোর্টস রিপোর্টার ॥ ধীরে ধীরে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে লন টেনিসের অন্যতম বড় আসর ‘ইউএস ওপেন’। আসরের অন্যতম আকর্ষণ মহিলা এককের শেষ আটÑ অর্থাৎ কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে। এতে সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথটি নিশ্চিতভাবেই হতে যাচ্ছে সাবেক নাম্বার ওয়ান যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস এবং চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার। দু’বারের ইউএস চ্যাম্পিয়ন এবং নবম বাছাই ভেনাস ও ত্রয়োদশ বাছাই পেত্রার ম্যাচটি হচ্ছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল। এছাড়া অপর কোয়ার্টারে মুখোমুখি হবেন শীর্ষ বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা-বিংশ বাছাই যুক্তরাষ্ট্রের কোকো ভ্যান্ডেওয়েঘে, পঞ্চদশ বাছাই যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস-অবাছাই এস্তোনিয়োর কাইয়া কানেপি এবং অবাছাই যুক্তরাষ্ট্রের সেøায়ান স্টিফেন্স-ষোড়শ বাছাই লাটভিয়ার আনাস্তাসিয়া সেভাস্তোভা। এর আগে চতুর্থ রাউন্ডের খেলায় চেককন্যা প্লিসকোভা ৬-১, ৬-০ সেটে অবাছাই যুক্তরাষ্ট্রের জেনিফার ব্রাডিকে, মার্কিনকন্যা কোকো ৬-৪, ৭-৬ (৭-২) সেটে অবাছাই চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে, মার্কিনকন্যা ম্যাডিসন ৭-৬ (৭-২), ১-৬, ৬-৪ সেটে চতুর্থ বাছাই ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে এবং অবাছাই এস্তোনিয়ান কাইয়া কানেপি ৬-৪, ৬-৪ সেটে অবাছাই রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে হারিয়ে নিশ্চিত করেন শেষ আটে নাম লেখানো। শীর্ষ র‌্যাঙ্কিংধারী প্লিসকোভা প্রতিপক্ষ জেনিফারকে হারাতে সময় নেন মাত্র ৪৬ মিনিট। গত বছর এই আসরে রানারআপ হয়েছিলেন প্লিসকোভা। ‘এটা খুবই ইতিবাচক ব্যাপার যে ইউএস ওপেনের মতো আসরে মহিলা এককের সেরা আটে একাধিক চেক খেলোয়াড় এখনও টিকে আছে।’ সাবেক নাম্বার ওয়ান যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস, সার্বিয়ার আনা ইভানোভিচ এবং বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা চলতি আসরে খেলছেন না। ইতোমধ্যেই বিদায় নিয়েছেন আরেক সাবেক নাম্বার ওয়ান রুশকন্যা মারিয়া শারাপোভাও। ফলে শিরোপাজয় করাটা অনেক সহজই মনে হচ্ছে আরেক নাম্বার ওয়ান ভেনাসের জন্য। যদিও বয়সটা তার হয়ে গেছে ৩৭। অনেকদিন ধরেই ফর্মে ছিলেন না। তারপরও এ বছর অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনে রানারআপ হয়ে ইঙ্গিত দিয়েছেন এখনও ফুরিয়ে যাননি তিনি। তবে শেষ আটে ভেনাস যার বিরুদ্ধে লড়বেন সেই কেভিতোভা আবার পরিসংখ্যানের ক্ষেত্রে বেশ কঠিন প্রতিপক্ষই ভেনাসের বেলায়। কেননা, এ পর্যন্ত দু’জনের মধ্যে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছেন ২৭ বছর বয়সী চেককন্যা, ভেনাসের জয় মাত্র ১টিতে! তবে ভেনাসের জন্যও সুখবর আছে। ক্যারিয়ারে তিনি যে সাতটি গ্র্যান্ডসø্যাম ট্রফি জিতেছেন তার দুটিই হচ্ছে এই ইউএস ওপেন থেকে (বাকি ৫টিই উইম্বলডন আসরে)। ফলে ঘরের কোর্টে খেলে আবহাওয়া ও দর্শক সমর্থনের বাড়তি সুবিধা পেতেই পারেন এই কৃষ্ণকলি। ২০০০ ও ২০০১ সালে টানা দুই বছর ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন ভেনাস। সময়ের হিসেবে সেটা ১৬ বছর আগে হলেও এটাই প্রেরণা জোগাবে তাকে। তাছাড়া কেভিতোভা তার ক্যারিয়ারে যে দু’বার গ্র্যান্ডসø্যাম ট্রফি জিতেছিলেন ২০১১ ও ২০১৪ সালে (উইম্বলডন), তার কোনটিই ইউএস ওপেনের আসর থেকে নয়। এই আসরে তার সেরা কৃতিত্ব ২০১৫ সালে কোয়ার্টার ফাইনাল খেলা। দু’বছর পর আবারও আরেকটি কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছেন তিনি। ২০১৫ সালে ইতালিয়ান কন্যা ফ্লাভিয়া পেনেত্তার কাছে হেরে শেষ চারে যাবার স্বপ্নভঙ্গ হয়েছিল, এবার কি ভেনাসের কাছে হেরেও একই পরিণতি হবে তার? সেটাই এখন দেখার বিষয়।
×