ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো-খবর

প্রকাশিত: ০৫:০৭, ৬ সেপ্টেম্বর ২০১৭

টুকরো-খবর

মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সদর উপজেলার খানপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির ফহম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী শাহানুর বেগম। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। সে গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসায় সে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছে। এ কারণে এলাকার একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে। তিনি আরও বলেন, একই এলাকার উত্তর খানপুর গ্রামের তায়েব ওরফে ডাকাত তায়েবের স্ত্রী এলাকার বাইরের মেয়েদের নিয়ে অসামাজিক কর্মকা-ে লিপ্ত। তাদের ও অসামাজিক কর্মকা-ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলকভাবে চেয়ারম্যান ফহম উদ্দিনসহ ইউনিয়ন যুবলীগ, তাঁতীলীগসহ ৫ নেতাকর্মী নামে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে। এই মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানাই। এ সময় খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবলু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরহাদ তরফদার, সাধারণ সম্পাদক ক্ষিতিশ চন্দ্র ম-ল, হরিপদ পাল, শেখ মিজানুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মামলা করে বিপাকে বৃদ্ধা স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের বৃদ্ধ ফাতেমা বেওয়াকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে বজরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা গেছে, ওই ইউনিয়নের কালপানি বজরা গ্রামের মৃত জহুর উদ্দিনের স্ত্রী ফাতেমা বেওয়া (৬৫) স্বামীর রেখে যাওয়া ৩ শতক বসতভিটায় দীর্ঘদিন ধরে একাকী বসবাস করেন। প্রতিবেশী সম্পদ লোভী মোহাম্মদ আলী বংকা (৬০) ফাতেমা বেওয়াকে তার ভিটা বিক্রির জন্য প্রস্তাব দেয়। এতে ওই বিধবা রাজি না হওয়ায় বিভিন্ন সময় তার ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। গত ২৪ আগস্ট রাতে ফাতেমা অন্য দিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে হাত বাঁধা, গলায় রশি লাগানো এবং মুখের ভেতর কাপড় ঢুকানো অবস্থায় বাড়ির পাশের্^র ধান ক্ষেত থেকে অচেতন অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় বৃদ্ধ বাদী হয়ে মোহাম্মদ আলী বংকাসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়েরের পর আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, বৃদ্ধার মেয়ে-জামাইসহ যে ব্যক্তি তার পক্ষে কথা বলবে তাকেই মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে বলে নির্যাতিত বৃদ্ধার স্বজনদের অভিযোগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রফিকুল ইসলাম জানান, অসুস্থ বৃদ্ধাকে প্রায় দুই সপ্তাহ চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও তার কোমর ও পায়ে ব্যথা থাকায় এখনও চিকিৎসাধীন রয়েছেন। বিদ্যুতস্পৃষ্ট হয়ে আদিবাসী যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ সেপ্টেম্বর ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাগর চন্দ্র ভৌমিক (২১)। সে বিরুলিয়ার মৌস্তাপাড়া এলাকার দেবেন্দ চন্দ্রের ছেলে ও কাঠমিস্ত্রির কাজ করত। মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন দুপুরে কমলাপুর গ্রামের বাবুল রোজারিও’র একটি নির্মাণাধীন দোকানে সাগর কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত দোকানের ওপর দিয়ে টেনে নেয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মামলায় হাজিরা দিতে এসে আসামি ছুরিকাহত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আদালতে মামলায় হাজিরা দিতে এসে ছুরিকাহত হয়েছেন এক আসামি। তার নাম জুয়েল। মঙ্গলবার বেলা ১১টার দিকে আদালত ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। জানা যায়, জুয়েল ছিলেন এক মাদক মামলার আসামি। গত এপ্রিলে বায়েজিদ থানা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। এরপর সপ্তাহখানেক আগে কোরবানির ঈদের পূর্বে তিনি জামিনে মুক্তি পান। মঙ্গলবার ছিল মামলায় হাজিরা দেয়ার তারিখ। জুয়েল যথারীতি হাজিরা দিতে আদালতে আসেন। তার সঙ্গে ছিলেন আরও চারজন। তাদের নাম শামসুল, সবুজ, সাইফুল ও বেলু। আদালত ভবনের তৃতীয় তলার বারান্দায় ওই চারজনই জুয়েলের ওপর হামলে পড়ে এবং তাকে ছুরিকাঘাতে জখম করে। রক্তাক্ত এ আসামি প্রাণে বাঁচতে ঢুকে পড়ে চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে। এজলাসে তখন বিচারক উপস্থিত ছিলেন। জুয়েলের গড়াগড়িতে রক্তাক্ত হয় আদালতের ওই কক্ষ। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হামলাকারী চারজনই পালিয়েছে। মধুপূর্ণিমা পালন পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান মধু পূর্ণিমা। দিনটি উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলাম্বীরা সকালে খাগড়াছড়ি জেলা শহরের য়ংড বৌদ্ধ, মৈত্রী বৌদ্ধ বিহার ও সিবলী বৌদ্ধ বিহারে প্রার্থনার উদ্দেশ্যে আসে। এ সময় বিহারগুলোতে আয়োজন করা হয় বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের। লার্নিং এ্যান্ড আর্নিং বিষয়ক সেমিনার নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৫ সেপ্টেম্বর ॥ লানিং এ্যান্ড আনিং বিষয়ক এক সেমিনার মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা রোভার স্কাউটস এবং ফ্রি-ল্যান্সার’স প্লাটফর্ম ও লার্নিং এ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় যুব সমাজকে ‘আউট সোর্সিংয়ে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোকাম্মেল হক প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন এবং মূল বিষয় উপস্থাপন করেন লানিং এ্যান্ড আনিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ও তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মীর্জা আলী আশরাফ। জেলা প্রশাসকের সহকারী কমিশনার আলপনা ইয়াসমিনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রিয়সিন্ধু তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত ফারজানা। নকল সীমানা পিলারসহ দম্পতি আটক স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ গোয়েন্দা পুলিশ কথিত শত কোটি টাকা মূল্যের নকল সীমানা পিলারসহ দুজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে পাইকগাছা থানার দেবদুয়ার গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোÑ রেহেনা পারভীন (৩৮) ও তার স্বামী মোঃ শফিকুল ইসলাম গাজী (৪৫)। এ বিষয়ে পাইকগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামিসহ একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন যাবত নকল সীমানা পিলার প্রস্তুত করে শত কোটি টাকা মূল্যমান বলে প্রকৃত সীমানা পিলার হিসেবে বিভিন্ন লোকের সঙ্গে প্রতারণা করে আসছে- এমন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার বিকেল পৌনে তিনটার দিকে আসামিদের বাড়ি ঘেরাও করে।
×