ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে খাল উদ্ধারে মেয়রকে প্রধান করে কমিটি

প্রকাশিত: ০৫:০৫, ৬ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রামে খাল উদ্ধারে মেয়রকে প্রধান করে কমিটি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী নিরসনে খাল উদ্ধার করতে টাস্কফোর্স গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সরকারী বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়ে গঠিত এ কমিটি খাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম শুরু করবে। এই কমিটির প্রধান থাকছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। চসিক সূত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত ২৮ আগস্ট এ আদেশ জারি হয়। টাস্কফোর্সের কাজ হবে নগরীর পুরনো প্রাকৃতিক খালগুলো উদ্ধার করা। এরপর সেগুলোর আবর্জনা অপসারণ, খনন ও সংস্কার কাজ করা হবে। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থাও গ্রহণ করবে এই কমিটি। পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এই টাস্কফোর্স। চসিক সূত্রে জানা যায়, কমিটির আহ্বায়ক হিসেবে থাকছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। ১০ সদস্যের এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, সিএমপি, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা। এ কমিটি মাঠ পর্যায়ে কাজ পরিচালনার পাশাপাশি প্রতিমাসে অন্তত একবার বৈঠকে বসে অগ্রগতি পর্যালোচনা করবে। প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে ৫ হাজার ৬শ’ কোটি টাকার এক মহাপরিকল্পনা অনুমোদন করেছে সরকার। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, ওয়াসা, পাউবো, পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বয় করে এ প্রকল্প বাস্তবায়ন করবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। আগামী বর্ষা মওসুমের পূর্বেই কিছু কাজ দৃশ্যমান করতে চায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি।
×