ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে দুই গ্রুপের তান্ডব ॥ ১৫ দোকান ভাংচুর, লুট

প্রকাশিত: ০৫:০৪, ৬ সেপ্টেম্বর ২০১৭

রূপগঞ্জে দুই গ্রুপের তান্ডব ॥ ১৫ দোকান ভাংচুর, লুট

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৫ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল সন্ত্রাসী বাহিনীর দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসী এলাকার প্রায় ১৫টি দোকানঘর ভাংচুর করে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব তা-বে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। জানা গেছে, ঈদ উপলক্ষে স্থানীয় আওয়ামী যুবমহিলালীগ নেত্রী পারুল আক্তার হাটিপাড়া এলাকায় মেলার আয়োজন করেন। রবিবার বিকেলে ওই মেলায় আতিকুর রহমান আতিকের মোটরসাইকেলে ধাক্কা লাগে বাবু নামে এক যুবকের। এরপর আতিক যুবক বাবুকে মারধর করেন। এক পর্যায়ে স্থানীয় মামুন নামে অপর আরেকজন বাবুর পক্ষ হয়ে আতিকের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়েন। এ সময় আতিকসহ ফেন্সি ফরিদ, শরীফ, রাসেল, রাহাদসহ তাদের লোকজন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মামুনের ওপর হামলা চালায়। এ সময় মামুনসহ মাসুম, আকবর বাদশা, সুমন, আলামিন, রুবেল, কানা মাহাবুবসহ তাদের লোকজনও পাল্টা হামলা চালায়। শুরু হয় দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ওই দুই গ্রুপের তা-বে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। সন্ত্রাসীরা তোফাজ্জল হাজী, নজরুল চৌধুরী, শুক্কুর আলী, হারুন অর রশিদ, ফিরোজ মিয়া ওরফে ফিরু, আমিনা আক্তার, শাহজাহান, আব্দুল কাদির, হাটিপাড়া জামে মসজিদসহ ১৫টি দোকানঘর ভাংচুর করে লুটপাট চালায়। এছাড়া তারাব সিরাজুল উলুম মাদ্রাসার লকার ভেঙ্গে কোরবানির জন্য রাখা ধারালো ছুড়া লুট করা হয়।
×