ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাভারে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

প্রকাশিত: ০৫:০৪, ৬ সেপ্টেম্বর ২০১৭

সাভারে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ সেপ্টেম্বর ॥ সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন ‘বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র’ (বিপিএটিসি) এর সামনে এবং ‘সিএন্ডবি’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এদিন রাতে মহাসড়কের বিপিএটিসি’র সামনে গেন্ডা এলাকার বাসিন্দা সাথি বেগম ও তার ৮ মাসের শিশু কন্যা লামিয়াকে একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হয়। অপরদিকে, একই রাতে ‘সিএন্ডবি’ এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। বাগেরহাটে শিশুসহ দুই স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, মোল্লাহাটে দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও শিশুসহ ৬ জন আহত হয়েছে। সোমবার রাতে দেড়বোয়ালিয়া সাগর ফিলিং স্টেশনের কাছে বাগেরহাট-মাওয়া মহাসড়কে সবজিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের ওপর উল্টে পড়ে ইজিবাইক চালক নিহত ও শিশুসহ অন্তত ৬ যাত্রী আহত হয়। নিহত ইজিবাইক চালক উপজেলার গাংনী মাতারচর এলাকার বেলায়েত শেখের ছেলে কামরুল (২৭)। এদিকে, মঙ্গলবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার জয়ডিহি নামক স্থানে ঢাকাগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রুব্বান বিবিকে (৩৫) ধাক্কা দিলে ঘটনা স্থলেই তিনি নিহত হন। ঝালকাঠিতে মা নিহত মেয়ে আহত নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, নলছিটিতে সড়ক দুর্ঘটনায় মা রেনু বেগম (৫৫) নিহত ও মেয়ে সাদিয়া আক্তার আহত হয়েছে। মঙ্গলবার সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ডুবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেনু বেগম আমিরাবাদ গ্রামের আব্দুল খালেক মাঝির স্ত্রী। আহত সাদিয়া আক্তার আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। এ সময় তারা রাস্তা পার হচ্ছিল।
×