ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাফলংয়ে নদীতে দুই পর্যটক নিখোঁজ ॥ এক লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:০৩, ৬ সেপ্টেম্বর ২০১৭

জাফলংয়ে নদীতে দুই পর্যটক নিখোঁজ ॥  এক লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জাফলং এলাকায় পিয়াইন নদীতে ডুবে এক পর্যটক নিখোঁজ ও অপর এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ও মৃত্যুবরণের ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের নাম ফয়সাল হোসেন সৌরভ (১৮)। সে চট্টগ্রামের একটি কলেজের ছাত্র। চট্টগ্রামের রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে জাফলং জিরো পয়েন্টের কাছাকাছি এলাকা থেকে পানিতে তলিয়ে যাওয়া কামাল শেখ (১৮)-এর লাশ উদ্ধার করে স্থানীয় জনতা। পরে মৃতদেহটি থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কামাল শেখ ময়মনিংহের ভালুকা পৌরসভার মুতাভিটা এলাকার রশিদ শেখের ছেলে। বন্ধুদের সঙ্গে জাফলং বেড়াতে এসে পানিতে তলিয়ে যায় কামাল। জানা যায়, সৌরভসহ চার বন্ধু ঈদের ছুটিতে মঙ্গলবার জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে সব বন্ধু মিলে পিয়াইন নদীতে সাঁতার কাটতে নামে। সাঁতার কাটার একপর্যায়ে সৌরভ তলিয়ে যায়। এসময় অন্য তিনজন তীরে উঠতে সক্ষম হলেও সৌরভকে খোঁজে পাওয়া যায়নি। ভালুকায় কিশোর নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ভালুকা পৌরসভার খিরু নদীতে সাঁতার কাটতে গিয়ে সোমবার বিকেলে সুমন নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২২ ঘণ্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার ৪টায় কিশোরের লাশ উদ্ধার করেছে। জানা যায়, ঘটনার সময় সুমন, আলমগীর, আশিক ও নয়ন চার বন্ধু এক সঙ্গে ঘুরতে এসে ভালুকার খিরু নদীতে সাঁতার কাটতে নামে। হঠাৎ করে সুমন পানির নিচে ডুবে যায়। ভালুকা মডেল থানা পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরির দল মঙ্গলবার ৪টায় সুমনের লাশ উদ্ধার করে। সুমনের বাড়ি ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামে। তার পিতার নাম বিল্লাল হোসেন।
×