ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে ভারি বৃষ্টি ॥ পানিবন্দী ১০ হাজার

প্রকাশিত: ০৫:০১, ৬ সেপ্টেম্বর ২০১৭

রাঙ্গামাটিতে ভারি বৃষ্টি ॥ পানিবন্দী ১০ হাজার

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৫ সেপ্টেম্বর ॥ প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে রাঙ্গামাটি পার্বত্য জেলার ছয় উপজেলার নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। কাপ্তাই লেকে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটি শহরসহ লেকবেষ্টিত বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। পানির চাপ সামাল দেয়ার লক্ষ্যে বাঁধ থেকে প্রতি সেকেন্ডে ২৭ হাজার কিউসেক পানি স্পিলওয়ে দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। পাহাড়ী ঢল ও লেকের পানি বৃদ্ধি পাওয়ায় জেলা সদর, বাঘাইছড়ি, লংগদু, বরকল, নানিয়ারচর, বিলাইছড়ি ও জুরাইছড়ি উপজেলায় ১০ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে প্রবল বর্ষণ এবং পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই জলবিদ্যুত কেন্দ্র এলাকায় পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ১০ এমএসএল বৃদ্ধি পেয়েছে। কাপ্তাই জলবিদ্যুত কেন্দ্রের ব্যবস্থাপক শফিউল আহমেদ জানিয়েছেন, কাপ্তাই বাঁধ ঝুঁকিমুক্ত রাখতে কর্তৃপক্ষ ১৬টি স্পিলওয়ে দেড় ফুট করে খুলে দিয়েছে, যা দিয়ে সেকেন্ডে ২৭ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে বাঁধ এলাকায় পানির উচ্চতা ছিল ১০৮.২৬ এমএসএল। পানির উচ্চতা থাকার কথা ৯৯ এমএসএল। কাপ্তাই বাঁধের পানি ধারণের উচ্চতা রয়েছে মাত্র ১০৯ এমএসএল, যা হওয়ার কথা নবেম্বর মাসে। এখন আগাম অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই হ্রদের তীরবর্তী এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। কাপ্তাই লেকের পানি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় দেশের পর্যটকদের একমাত্র আকর্ষণীয় রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজটি হ্রদের তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। পর্যটন কর্তৃপক্ষ ব্রিজের ওপর দিয়ে লোকজনের যাতায়াত বন্ধ করে দিয়েছে।
×