ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্রিজ দেবে মৃত্যুফাঁদ ॥ ঘটছে দুর্ঘটনা

প্রকাশিত: ০৫:০০, ৬ সেপ্টেম্বর ২০১৭

ব্রিজ দেবে মৃত্যুফাঁদ ॥  ঘটছে দুর্ঘটনা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ সেপ্টেম্বর ॥ নওগাঁয় একটি ব্রিজ দেবে গিয়ে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় চৌমাশিয়ায় পুরনো একটি কালভার্ট (ছোট ব্রিজ) হঠাৎ দেবে গিয়ে ঘটছে দুর্ঘটনা। যে কোন সময় যাত্রীবাহী বাস বা বড় কোন যানবাহনসহ ব্রিজটি সম্পূর্ণ ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বিষয়টি দেখে স্থানীয় গৌতম কুমার ম-ল নামে এক স্কুলশিক্ষক তার বাড়ি থেকে লাল রঙের কাপড় এনে ঘটনাস্থলে টাঙিয়ে সড়ক দিয়ে চলাচলরত হাজার হাজার বিভিন্ন যানবাহনের চালকদের সতর্ক সঙ্কেত দিয়েছেন। এ বিষয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গৌতম কুমার ম-ল জানান, আঞ্চলিক এ মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। আর সড়কের পুরনো এ কালভার্টটি গত দুই সপ্তাহ পূর্বে হঠাৎ দেবে যায়। প্রথমে অল্প দেবে যাওয়ায় তেমন কোন সমস্যা না হলেও পরে আরও দেবে গিয়ে এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
×