ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে কারখানার বর্জ্যে মরে গেছে খামারের মাছ

প্রকাশিত: ০৪:৫৯, ৬ সেপ্টেম্বর ২০১৭

রূপগঞ্জে কারখানার বর্জ্যে মরে গেছে খামারের মাছ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৫ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোব এডিবল ওয়েল লিমিটেড কারখানার বিষাক্ত বর্জ্যে তারিকুল ইসলাম পাপ্পু নামে এক খামারির মৎস্য খামারের প্রায় ২৫ লাখ টাকার মাছ মরে ভেসে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাছ মরে যাওয়ায় খামারের মালিক নিঃস্ব হয়ে পড়েছে। সোমবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে। মৎস্য খামারি তারিকুল ইসলাম পাপ্পু জানান, তারা কয়েকজন বেকার যুবক মিলে মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় সরকারী খাস জমিতে পাপ্পু মৎস্য খামার নামে একটি মৎস্য খামার গড়ে তোলেন। এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। পাশের গ্লোব এডিবল ওয়েল লিমিটেডের কারখানার বিষাক্ত বর্জ্য খামারের পানিতে মিশে গিয়ে খামারের অনেক ক্ষতি হচ্ছে। বিষয়টি গ্লোব এডিবলের কর্মকর্তাদের জানালে তারা বেশি বাড়াবাড়ি করলে পুকুরের সব মাছ মেরে ফেলবে বলে তারিকুল ইসলাম পাপ্পুকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করেন। সোমবার গভীর রাতে গ্লোব এডিবল ফ্যাক্টরির মালিক আহম্মেদ হোসেন পাখি, পরিচালক মিজানুর রহমান, ম্যানেজার মারফত আলীসহ অজ্ঞাত ৮-১০ জন গ্লোব এডিবল ফ্যাক্টরির ডেমেজ টাইগার, ম্যাঙ্গলী, ফিজ আপ, ব্ল্যাক হর্সসহ ফ্যাক্টরির বিষাক্ত বর্জ্য ড্রেন দিয়ে পাপ্পু মৎস্য খামারে ঢেলে দেয়। ফলে খামারের ২৫ লাখ টাকার মাছ মরে পানিতে ভেসে ওঠে বলে অভিযোগ করেন পাপ্পু। এ ব্যাপারে তারিকুল ইসলাম পাপ্পু রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে, কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
×