ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাতবার্ষিকী পালন

প্রকাশিত: ০৪:৫৮, ৬ সেপ্টেম্বর ২০১৭

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাতবার্ষিকী পালন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৫ সেপ্টেম্বর ॥ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার নড়াইলে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে কোরানখানি, র‌্যালি, শহীদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, রাষ্ট্রীয় সম্মাননা প্রদান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসন এসব কর্মসূচীর আয়োজন করে। বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় নূর মোহাম্মদ নগরে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদের জন্মভিটায় নির্মিত স্মৃতিস্তম্ভ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট, জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ নূূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। শ্রদ্ধাঞ্জলি শেষে পুলিশের একটি চৌকস বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেয়। পরে বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ স্মৃতি জাদুঘর ও পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সভাপতি ও নড়াইল জেলা প্রশাসক মোঃ এমদাদুুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা করেনÑ পুলিশ সুপার সরদার রকিবুুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এম গোলাম কবীর, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এ্যাডভোকেট এসএ মতিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচিব ও চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বিদেহী আত্মার কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
×