ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোদা পাইলট স্কুল এ্যান্ড কলেজ জাতীয়করণ দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৫৭, ৬ সেপ্টেম্বর ২০১৭

বোদা পাইলট স্কুল এ্যান্ড কলেজ জাতীয়করণ দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ১২৯ বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান বোদা পাইলট মডেল স্কুল এ্যান্ড কলেজ জাতীয় করণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটি সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কের প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে কয়েক হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয় জাতীয়করণ সংগ্রাম কমিটির আহ্বায়ক বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিউল হক, প্রবীণ বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ, বোদা বাজার বণিক সমিতির সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক আকতার হোসেন হাসান, আওয়ামী লীগ নেতা মকলেছার রহমান জিল্লুর, শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ বক্তৃতা করেন। রাঙ্গামাটিতে মধুপূর্ণিমা উদযাপিত নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৫ সেপ্টেম্বর ॥ বৌদ্ধবিহারে ধর্র্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধদের শুভ মধুপূর্ণিমা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিহারে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দানসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়। মধুপূর্ণিমায় রাঙ্গামাটি আসামবস্তি বুদ্ধাঙ্কুর বৌদ্ধবিহারে উদ্বোধন করা হয় নবনির্মিত উপগুপ্ত মহাথেরের প্রতিমূতি। রাঙ্গামাটি পৌরসভার অর্থায়নে ১১ লাখ টাকা ব্যয়ে এ বুদ্ধমূর্তি নির্মাণ করা হয়। পুকুরে পোনামাছ অবমুক্ত নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৫ সেপ্টেম্বর ॥ রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার, বিআরডিবির চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া প্রমুখ।
×