ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নড়াইলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ৩০

প্রকাশিত: ০৪:৫৬, ৬ সেপ্টেম্বর ২০১৭

নড়াইলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৫ সেপ্টেম্বর ॥ কালিয়া উপজেলার নড়াগাতিতে আধিপত্য বিস্তারকে করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ৩০ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী ইউনিয়নের দেবদুন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে নড়াগাতী ইউনিয়নের দেবদুন গ্রামে সামাদ মোল্যার সঙ্গে হবি মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর নিয়ে রবিবার থানায় একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এর জের ধরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে সাংবাদিক তারিকুল ইসলাম, সেখ সাব্বির, মানিক মুন্সী, শাহবুল মোল্যাসহ ২০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে এবং আব্দুল্লাহ মোল্যা ও ইসমাইল শেখকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুবিয়ে থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ সেপ্টেম্বর ॥ উপজেলা প্রশাসন ও উন্নয়ন সংস্থার হস্তক্ষেপে ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রী শিশুবিয়ে থেকে রক্ষা পেয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে। জানা গেছে, চন্দ্রপুর গ্রামের নবী হোসেন ও রহিমা আক্তারের মেয়ে লিমা আক্তার (১১) স্থানীয় হুজরাবাড়ি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। মঙ্গলবার তার অভিভাবকরা একই উপজেলার বিক্রমশ্রী গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলামের (২৪) সঙ্গে তার বিয়ের আয়োজন করে। খবর পেয়ে প্রথমে বাংলাদেশ নারী প্রগতি সংঘের বারহাট্টা কেন্দ্রের উন্নয়নকর্মীরা বিয়েটি বন্ধে তৎপর হন। কিন্তু এতেও কাজ না হওয়ায় তারা বিষয়টি স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানান। পরে ইউএনও ফরিদা ইয়াসমিন বিয়েবাড়িতে হাজির হয়ে বিয়েটি বন্ধের নির্দেশ দেন। এ সময় লিমার অভিভাবকরা ১৮ বছর আগে বিয়ে দেবে না বলে ইউএনওর কাছে মুচলেকা দেন।
×