ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তমার ‘হৃদয় মাঝে’ প্রকাশিত

প্রকাশিত: ০৪:৫৩, ৬ সেপ্টেম্বর ২০১৭

তমার ‘হৃদয় মাঝে’ প্রকাশিত

স্টাফ রিপোর্টার ॥ থেমে নেই রবীন্দ্রসঙ্গীত শিল্পী তানজীনা তমা। একর পর এক এ্যালবাম প্রকাশ করে তার ভক্তদের মন জয় করে চলেছেন। স্বতন্ত্র কণ্ঠ ও ভিন্নমাত্রিক গায়কীর জন্য তিনি বাংলাদেশ ও ভারতে জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি কলকাতার হিন্দুস্থান রেকর্ড থেকে প্রকাশিত হয়েছে তমার কণ্ঠে ধারণকৃত রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম ‘হৃদয় মাঝে’। তার অষ্টম একক এ্যালবাম এটি। তানজীনা তমা প্রায় ১২ বছর ধরে ছায়ানটে শিক্ষকতার পাশাপাশি সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে গড়ে তুলেছেন বিভাস নামের এক ভিন্নধর্মী স্কুল। পাশাপাশি একটি বেসরকারীটি টেলিভিশনে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করছেন। হিন্দুস্থান রেকর্ড থেকে নতুন এ্যালবাম প্রকাশিত হওয়ায় তমা বেশ আনন্দিত, উচ্ছ্বসিত। তিনি বলেন, কলকাতা থেকে আগেও আমার একাধিক এ্যালবাম প্রকাশিত হয়েছিল। বিখ্যাত এইচএমভি থেকেও প্রকাশিত হয়েছিল এ্যালবাম। এবার নতুন এ্যালবাম প্রকাশ করেছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিন্দুস্থান রেকর্ড। ১৯৩২ খ্রিস্টাব্দে আত্মপ্রকাশ করে হিন্দুস্থান রেকর্ড। যার যাত্রা শুরু হয়েছিল স্বয়ং রবীন্দ্রনাথের হাত ধরে। সেই বছরের ৫ এপ্রিল রবীন্দ্রনাথ হিন্দুস্থানের নিজস্ব স্টুডিওতে গিয়ে কবিতা ও গান রেকর্ড করেন। ১৯৩২ থেকে ১৯৪২ খ্রিস্টাব্দের ভেতরে কয়েকবার রবীন্দ্রনাথের কণ্ঠস্বর গ্রহণ করা হয়। ‘হৃদয় মাঝে’ এ্যালবাম সম্পর্কে তমা বলেন, এ্যালবামে থাকছে রবীন্দ্রনাথের বিভিন্ন অঙ্গের ৮টি গান। গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন সুরজিৎ দাস। তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। অত্যন্ত গুণী মানুষ সুরজিৎ দাস, তার সঙ্গে কাজ করে অনুপ্রাণিত হয়েছি। অত্যন্ত যতেœর সঙ্গে গানগুলো গেয়েছি। আশা করি, শ্রোতাদের ভাল লাগবে। এ্যালবামের গানগুলো হলো-এ কি সত্য সকলই সত্য, মাঝে মাঝে তব দেখা, নূপুর বেজে যায় রিনিরিনি, বিরহ মধুর হলো আজি, সজনি সজনি রাধিকা, আমার হিয়ার মাঝে, আমার পরাণ যাহা চায়, অধরা মাধুরী ধরেছি। কলকাতা থেকে প্রকাশিত হলেও বাংলাদেশ পাওয়া যাবে এ এ্যালবাম। শিল্পী জানান, এ্যালবামটির বাংলাদেশে পরিবেশক বিভাস।
×