ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরাবরের মতোই টিভি চ্যানেলের ঈদ আয়োজন

প্রকাশিত: ০৪:৫২, ৬ সেপ্টেম্বর ২০১৭

বরাবরের মতোই টিভি চ্যানেলের ঈদ আয়োজন

গৌতম পান্ডে ॥ প্রতিবারের মতো এবার ঈদেও টিভি চ্যানেলগুলো ছিল তৎপর। ইতোমধ্যে চারদিন অতিক্রম করেছে এই আয়োজন। নাটক, চলচ্চিত্র, টকশো, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, লাইভ শোসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করেছে টিভি চ্যানেলগুলো। অনুষ্ঠানের মান ও গ্রহণযোগ্যতায় গত ঈদ-উল-ফিতরের মতো এবার ঈদ-উল-আযহায় বিটিভির আয়োজনে চমক ছিল বেশি। নাটকের ক্ষেত্রে সিক্যুয়াল ও ধারাবাহিকের আধিক্যের বিষয়টি ছিল লক্ষণীয়। বেশিরভাগ চ্যানেলই দর্শকপ্রিয় সিক্যুয়াল ও ধারাবাহিক নাটক প্রচার করেছে। কমেডিনির্ভর নাটকই বেশি ছিল। এর মধ্যে কোরবানি নিয়েও কিছু নাটক প্রচার হয়েছে। নাটকের পাশাপাশি ম্যাগাজিন অনুষ্ঠানও দর্শকের মন কেড়েছে। লাইভ গানের অনুষ্ঠানগুলোও ছিল দর্শকপ্রিয়তায়। প্রত্যেক চ্যানেলই পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রচার করেছে প্রতিদিনই। তবে বরাবরের মতো বিজ্ঞাপনের আধিক্যও কম ছিল না। এতে দর্শকের ধৈর্যচ্যুতি ঘটেছে বার বার। দর্শকপ্রিয়তা পায় বিটিভির কিছু অনুষ্ঠানমালায়। এর মধ্যে চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওনের উপস্থাপনায় ঈদের দিনে রাতে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ ছিল প্রশংসার যোগ্য। একই চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন রাতে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ দর্শকপ্রিয়তা পায়। অনুষ্ঠানটি গ্রন্থনা, উপস্থাপনা ও পরিকল্পনায় ছিলেন আনজাম মাসুদ। এ ছাড়াও ঈদের দিন সন্ধ্যায় প্রচারিত রুনা লায়লার একক সঙ্গীতানুষ্ঠান ‘তোমাদেরই গান শোনাবো’ এবং ঈদের পর দিন প্রচারিত সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠান ‘চিরদিনের সাবিনা’ ছিল উপভোগ্য। ঈদের পরদিন চ্যানেলটিতে প্রচার হওয়া নাটক ‘মোহাম্মদী বেগ হাজির’ বেশ প্রশংসিত হয়েছে। এটিএন বাংলায় ঈদের দিন রাত সাড়ে ৮টায় প্রচারিত হানিফ সঙ্কেতের রচনা ও পরিচালনায় নাটক ‘ভুল কারো নাÑ ভুল ধারণা’ ছিল বেশ উপভোগ্য। এ ছাড়াও হুমায়ূন আহমেদের রচনা ও মাহফুজ আহমেদের পরিচালনায় ঈদের দিন সকালে প্রচারিত ‘গনি সাহেবের শেষ কিছুদিন’ ছিল প্রশংসিত। একই চ্যানেলে উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল ঈদের দিন প্রচারিত ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘মনের মাঝে তুমি’, ঈদের দ্বিতীয় দিন ফাগুন অডিও ভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’, চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটক ‘কালো চিঠি’, ঈদের তৃতীয় দিন প্রচারিত ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি।’ চ্যানেল আই ঈদের প্রথম চারদিন প্রচার করেছে বেশ কিছু উল্লেখযোগ্য অনুষ্ঠান। এর মধ্যে ঈদের পর দিন বিকেলে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় প্রচারিত কৃষকদের নিয়ে আয়োজিত গেইম শো ‘কৃষকের ঈদ আনন্দ’ ছিল এবারও খুব আকর্ষণীয়। এ ছাড়া ঈদের আগের দিন প্রচার হওয়া রেজানুর রহমানের নাটক ‘শেষ পর্যন্ত তোমাকে চাই’ এবং একই দিন থেকে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের ৮ পর্বের নাটক ‘ঢাক বাজল ঢাকায়’ বেশ প্রশংসা পেয়েছে। পাশাপাশি চ্যানেল আইতে ঈদের প্রথম দিন আবুল হায়াৎ পরিচালিত ‘প্রাণবন্ত পৃথক পুরুষ’ ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ‘সোনাবানু’ নাটক দুটি প্রশংসিত হয়েছে। প্রশংসা পেয়েছে ঈদের প্রথম দিন প্রচারিত ‘শেষ কথা’, দ্বিতীয় দিন ‘টু বি কনটিনিউ’ এবং তৃতীয় দিন প্রচারিত ‘পরবাসিনী’ চলচ্চিত্রগুলোও। একুশে টিভিতে প্রচারিত টক শো ‘তারকার হাট’ বেশ প্রশংসিত হয়েছে। এ ছাড়াও একই চ্যানেলে প্রচারিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘গরিব কেন কাঁদে’ এবং সাত পর্বের আরেক ধারাবাহিক ‘হানিমুন প্যাকেজ’ ছিল দর্শকপ্রিয়তায়। একই চ্যানেলে সাগর জাহানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক ‘ম্যারিড লাইফ এ এ্যাভারেজ আসলাম’-এর দর্শকপ্রিয়তা রয়েছে ব্যাপক। নাটকটিতে মোশাররফ করিমের অভিনয় তাক লাগিয়েছে আরও একবার। অন্যদিকে রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক ‘বাফ মাস্টার’ও বেশ প্রশংসিত হয়েছে। এ ছাড়াও ঈদের দিন রাত ১১টা ৫৫ মিনিটে প্রচার হওয়া জাহিদ হাসানের নাটক ‘মি. জ্যাক্স-২’ ছিল আলোচনায়। এনটিভিতে ঈদের দিন প্রচারিত তৌকীর আহমেদের পরিচালনায় টেলিফিল্ম ‘মেঘের আড়ালে মেঘ’ মুগ্ধতা ছড়িয়েছে। একই চ্যানেলে ঈদের দিন প্রচারিত মাসুদ সেজানের ‘এ্যাবনরমাল’ও ছিল আলোচনায়। আরটিভিতে ঈদের দিন প্রচারিত মোশাররফ করিম অভিনীত ‘ঘাউরা মজিদ হানিমুনে’ দর্শকদের নজর কেড়েছে। একই চ্যানেলে ঈদের পরদিন প্রচারিত ‘মাখন মিয়ার উদার বউটা’, এবং টেলিছবি ‘অধিক কৌতূহল ভাল নয়’ ছিল প্রশংসিত। দেশ টিভিতে ঈদের দিন প্রচারিত ‘টু বি অর নট টু বি’ দর্শক মহলে আলোচনায় ছিল। এ ছাড়াও একই চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন প্রচারিত ‘দূরবীক্ষণ যন্ত্র’ এবং তৃতীয় দিন প্রচারিত নাটক ‘১০ নাম্বার বিপদ সঙ্কেত’ ছিল আলোচিত। মাছরাঙা টিভিতে ঈদের দিন প্রচারিত টেলিছবি ‘উচ্চতর হিসাববিজ্ঞান এবং দ্বিতীয় দিন প্রচারিত ‘নেটওয়ার্ক বিজি’ দর্শক পছন্দ করেছে। সেই সঙ্গে এই চ্যানেলে প্রচার হওয়া ‘স্টার নাইট’, ‘লাইভ কুইজ’, ‘ম্যাড ক্যাফে’ অনুষ্ঠানগুলো ভাল লেগেছে। অন্যদিকে বৈশাখী টিভিতে ঈদের দ্বিতীয় দিন প্রচার হওয়া ‘দাদার দেশের ডাক্তার’ ছিল আলোচনায়। একই চ্যানেলে একই দিন প্রচারিত ‘মায়া’ শীর্ষক নাটকটিও ছিল প্রশংসিত। ঈদের দিন জিটিভিতে প্রচারিত ‘হ্যাপী ফ্যামেলি’ এবং নুহাশ হুমায়ূনের ‘হোটেল এ্যালবাট্রাস’ ছিল প্রশংসিত। ঈদের দ্বিতীয় দিন এসএ টিভিতে প্রচারিত টেলিছবি ‘জবরদস্ত’ ছিল আলোচনায়। এ ছাড়াও একই দিন প্রচারিত ‘বিশুদ্ধ প্রেম’ নাটকটিও ছিল প্রশংসিত। চ্যানেল নাইনে ঈদের দিন প্রচার হওয়া ধারাবাহিক নাটক ‘জাদুর বাক্স’ ছিল আলোচনায়। অন্যদিকে একই দিন প্রচারিত ‘আবদুস সুলতান’ নাটকটিও দর্শকরা পছন্দ করেছে। এশিয়ান টিভির ঈদের অন্যতম আকর্ষণ ছিল ‘নেদ্রীদের ঈদ আনন্দ।’ দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় ঈদের দিন সন্ধ্যায় প্রচারিত এ অনুষ্ঠানটি পছন্দ করেছেন দর্শকরা। একই দিন চ্যানেলটিতে প্রচার হওয়া নাটক ‘কেরানি বনাম কার্নেগী’ ছিল প্রশংসিত। গানবাংলা চ্যানেলের অন্যতম আকর্ষণ ছিল ‘উইন্ড অব চেঞ্জ-সিজন-২।’ বিদেশী যন্ত্রশিল্পীদের সঙ্গে দেশীয় কণ্ঠ শিল্পীদের এই পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। দীপ্ত টিভিতে ঈদের দিন প্রচারিত ‘বৌ শাশুড়ি বাড়াবাড়ি’ এবং ‘ব্ল্যাক বেঙ্গল- দ্য সেলফি হিরো’ ছিল বেশ উপভোগ্য।
×