ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মোহাম্মদ ইসমাইল হোসেন কৃষি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত: ০৪:৪৯, ৬ সেপ্টেম্বর ২০১৭

মোহাম্মদ ইসমাইল হোসেন কৃষি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক

অগ্রণী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন সম্প্রতি পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৩ সালে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) সিনিয়র অফিসার/ফিন্যানসিয়াল এ্যানালিস্ট হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। হোসেন ঢাকা বিশ্ববিদ্যায়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতক ও ¯স্নাতককোত্তর ডিগ্রী অর্জন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি আইসিবি, রূপালী ব্যাংক লিমিটেড, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও অগ্রণী ব্যাংক লিমিটেডে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিশেষ করে অগ্রণী ব্যাংক লিমিটেডে কর্মকালে ঋণ বিতরণ ও আদায়ে অসাধারণ ভূমিকা রাখেন। এছাড়া আইসিবির বিনিয়োগ নীতিমালা প্রণয়নসহ বহু নীতিনির্ধারণী বিষয়ে বিশেষ অবদান রাখেন। তিনি বরিশাল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি ড. দিলীপ কুমার সাহা পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত ড. দিলীপ কুমার সাহা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (ভৌত বিজ্ঞান) এবং তৎপূর্বে পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকার পরিচালকের দায়িত্ব পালন করেন। ড. সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে এমএসসি ডিগ্রী অর্জনের পর ১৯৮৩ সালে পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকায় বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। -বিজ্ঞপ্তি
×