ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএমবিএর নির্বাচন পরিচালনায় কমিশন গঠন

প্রকাশিত: ০৪:১৭, ৬ সেপ্টেম্বর ২০১৭

বিএমবিএর নির্বাচন পরিচালনায় কমিশন গঠন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নির্বাচন পরিচালনা করার জন্য কমিশন গঠন করেছে সংগঠনটি। সম্প্রতি অনুষ্ঠিত বিএমএবির নির্বাহী পরিষদের সভায় নির্বাচন কমিশন ও আপীল বোর্ড গঠন করা হয়েছে। বিএমবিএ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আগামী ডিসেম্বরে ২০১৬-১৭ মেয়াদের কমিটির সময় শেষ হচ্ছে। আগামী ২০১৮-১৯ মেয়াদের নির্বাচনের জন্য ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন - বিএমবিএ সাবেক সভাপতি ও এএএ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হাফিজ। অন্য দুই সদস্য হলেন আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুজ্জামান ও ইম্পেরিয়াল ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন সিকদার। আপীল কমিটির চেয়ারম্যান হলেন বিএমবিএর বর্তমান সহ-সভাপতি ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ড. এম. মোশাররফ হোসেন। অন্য দুই সদস্য হলেন আলফা ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ ও বেটাওয়ানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুজ্জামান। বিএমবিএ সূত্র মতে, মোঃ ছায়েদুর রহমান ও খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদের কমিটির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। এই কমিটিতে তারা সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অন্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে আছেন- ড. এম. মোশাররফ হোসেন ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সাবেক সিইও নাসরিন সুলতানা। কোষাধ্যক্ষ হিসেবে আছেন লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও খন্দকার কায়েস হাসান। ২০১৬-১৭ মেয়াদের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে আছেন এআইবিএল ক্যাপিটালের পরিচালক মোঃ রেজাউর রহমান, মোফাখখারুল ইসলাম, এএফসি ক্যাপিটালের সিইও মাহবুব হোসেন মজুমদার, গ্রামীণ ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ, বিএমএসএল ইনভেস্টমেন্টের সিইও রিয়াদ মতিন ও সিটিজেন সিকিউরিটিজ এ্যান্ড ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহিদ আহমেদ চৌধুরী।
×