ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গী আস্তানা সন্দেহে মিরপুরে ও টাঙ্গাইলে দুইটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

প্রকাশিত: ০৮:৪০, ৫ সেপ্টেম্বর ২০১৭

জঙ্গী আস্তানা সন্দেহে মিরপুরে ও টাঙ্গাইলে দুইটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকা ও টাঙ্গাইলে জঙ্গী আস্তানা সন্দেহে দুইটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। ঢাকার আস্তানা থেকে ইতোমধ্যেই র‌্যাবকে লক্ষ্য করে পর পর তিনটি শক্তিশালী বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিকট শব্দে বোমাগুলো বিস্ফোরিত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সোমবার রাত সোয়া একটায় জনকণ্ঠকে বলেন, তাদের কাছে তথ্য ছিল মিরপুরের শাহআলী মাজার এলাকার একটি বাড়িতে একজন দুর্ধর্ষ জঙ্গী বড় ধরনের নাশকতা চালাতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতেই বাড়িটি শনাক্ত করার কাজ শুরু হয়। রাত সাড়ে বারোটার দিকে বাড়িটি পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়। বাড়িটি কর্ডন করে রাখা হয়েছে। বাড়িতে অভিযান চালানোর প্রস্তুতি চলছিল। ঠিক এ সময় বাড়ি থেকে র‌্যাবকে লক্ষ্য করে পর পর তিনটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে। বিকট শব্দে বোমাগুলোর বিস্ফোরণ ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অভিযান চালানোর প্রস্তুতি চলছে। এদিকে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় জঙ্গী আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু হয়নি। বাড়িটি কর্ডন করে রেখেছে র‌্যাব। র‌্যাব জানায়, বাড়ির ভেতরে কি আছে তা জানার চেষ্টা অব্যাহত আছে। বাড়িতে থাকা লোকজনদের জানমালের বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। সুবিধাজনক সময়ে অভিযান চালানো হবে।
×