ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর কাঁচা বাজারে ক্রেতা নেই ॥ বেশির ভাগ দোকান বন্ধ

প্রকাশিত: ০৭:১৯, ৫ সেপ্টেম্বর ২০১৭

রাজধানীর কাঁচা বাজারে ক্রেতা নেই ॥ বেশির ভাগ দোকান বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর কাঁচা বাজারগুলোতে কোরবানি ঈদের ছুটির আমেজ বিরাজ করছে। হাতে গোনা দু’চারজন বিক্রেতা পণ্য নিয়ে বসে থাকলেও ক্রেতার দেখা মিলছে না। পাশাপাশি পণ্যের চাহিদা কম থাকায় বেশির ভাগ দোকান বন্ধ রাখা হয়েছে। লোকসানের ভয়ে বেপারিরা ট্রাক ভর্তি পণ্য নিয়ে ঢাকায় আসা কমিয়ে দিয়েছেন। বাজারে কিছু মাছ বিক্রি হলেও ফাঁকা মাংসের দোকান। আগামী সপ্তাহ নাগাদ বাজার পুরোদমে চালু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে ক্রেতার উপস্থিতি কম থাকায় মার্কেটগুলোতে বেশিরভাগ মুদি দোকান এখনও খোলা শুরু হয়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে কাওরান বাজারের সোলায়মান বাণিজ্যলয়ের স্বত্বাধিকারী ও আড়ত মালিক মোঃ জসিম জনকণ্ঠকে বলেন, ঈদের ছুটির আমেজ এখনও শেষ হয়নি। আড়ত মালিকরা কর্মকর্তা-কর্মচারীদের ছুটি দিয়ে নিজেরাও ছুটি উপভোগ করছেন। দু’একজন যারা আড়ত খোলা রেখেছেন তারা সেভাবে বেপারি পাচ্ছেন না। এর কারণ বাজারে ক্রেতা নেই। তিনি বলেন, ক্রেতা না থাকায় ইতোমধ্যে পাইকারি বাজারে সবজির দাম পড়ে গেছে। যেসব বেপারি ঢাকায় পণ্য নিয়ে আসছেন তারা সঠিক দাম পাচ্ছেন না। এ কারণে ট্রাক আসার পরিমাণ কমে গেছে। চলতি সপ্তাহের শেষ নাগাদ পর্যন্ত বাজারে ছুটির আমেজ বজায় থাকবে। ঈদের ছুটি শেষে রাজধানীতে লোকজন আসা শুরু হলে বাজার পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে আসবে।
×