ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গাদের সাহায্য করা অসম্ভব ॥ মতিয়া

প্রকাশিত: ০৭:১২, ৫ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গাদের সাহায্য করা অসম্ভব ॥ মতিয়া

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, রোহিঙ্গাদের এখন দুঃসময়। এখন তাদের সাহায্যার্থে বাংলাদেশের পাশাপাশি বিশ্ব সম্প্রদায়েরও এগিয়ে আসা প্রয়োজন। শুধু মুখে মুখে নয়; আক্ষরিক অর্থেই তাদের এগিয়ে আসা প্রয়োজন। সোমবার সকাল সাড়ে দশটার দিকে সচিবালয়ে আসেন মতিয়া চৌধুরী। সেখানে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এর পর উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন মতিয়া চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ তার সামর্থ্য অনুযায়ী রোহিঙ্গাদের সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে। বাংলাদেশের পক্ষে এভাবে বার বার রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করা সম্ভব নয়। তার পরও সরকার চেষ্টা করে যাচ্ছে। তিনি আরও বলেন, এবার সবার ঈদ-ই ভাল কেটেছে। মানুষ স্বস্তিতে ছিল, শান্তিতে ছিল। কোথাও কোন দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
×