ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৃতীয় বিশ্বযুদ্ধের নেতৃত্বে রোবট!

প্রকাশিত: ০৬:০৪, ৫ সেপ্টেম্বর ২০১৭

তৃতীয় বিশ্বযুদ্ধের নেতৃত্বে রোবট!

কানাডীয় বংশোদ্ভূত আমেরিকান বিজনেস ম্যাগনেট, বিনিয়োগকারী ও উদ্ভাবক এলান মাস্ক বলেছেন, আগামী দিনে মানুষের জন্য সবচেয়ে বড় হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এমনকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধেরও নেতৃত্ব দিতে পারে। স্পেসএক্স, টেসলা ও বোরিং কোম্পানি প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে গভীরভাবে ভেবেছেন বলে জানান। সোমবার ক্ষুদে ব্লগ টুইটারে এক বার্তায় তিনি এসব কথা বলেন। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের এক বিবৃতির পর তার সেই ভয় আরও বেড়ে গেছে। পুতিন বলেছেন, কেবল রুশদের জন্য নয়, পুরো মানবজাতির ভবিষ্যত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি মানুষের জন্য বিশাল সুযোগ এনে দেবে। তবে তা মানবজাতির জন্য যে ভীতির কারণ হবে না, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন। যে দেশ কিংবা জাতি এ ক্ষেত্রে নেতৃত্ব দেবে, তারাই আগামী বিশ্ব শাসন করবে। এর আগে গত মাসে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র বন্ধে পৃথিবীর সেরা এক শ’ উদ্ভাবক একটি বিবৃতি দিয়েছিলেন। এলান মাস্কও সেটিতে সই করেছেন। ওই বিবৃতিতে যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের কাছে আহ্বান জানানো হয়েছে। মাস্ক বলেন, কিম জং উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়ার চেয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বের জন্য বেশি বিপজ্জনক। -গার্ডিয়ান অনলাইন
×