ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘রোহিঙ্গা হত্যার বিরুদ্ধে গর্জে ওঠো বিশ্ববিবেক’

প্রকাশিত: ০৫:১০, ৫ সেপ্টেম্বর ২০১৭

 ‘রোহিঙ্গা হত্যার বিরুদ্ধে গর্জে ওঠো বিশ্ববিবেক’

স্টাফ রিপোর্টার ॥ মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের ঘটনায় ওই দেশের সরকারের বিরুদ্ধে বিশ্ববিবেককে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা। রবিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববনন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। এতে জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘বিশ্ববিবেক জাগ্রত হোক, বিশ্ববিবেক সত্যি করে আপনারা এগিয়ে আসুন, জাতিসংঘ এগিয়ে আসুন, ওআইসি এগিয়ে আসুন। সারা বিশ্বের শান্তিকামী মানুষ আপনারাও এগিয়ে আসুন। আপনারা মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করুন। আপনারা মিয়ানমারে এই ধরনের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান, নিন্দা জানান। সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান করছি।’ সম্মিলিত সাংস্কৃতিক জোট ‘মিয়ানমারে রোহিঙ্গাদেরকে হত্যার প্রতিবাদে গর্জে ওঠো বিশ্ববিবেক’ লেখা এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য ঝুনা চৌধুরী ও সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ অনেকেই মানববন্ধনে অংশ নেন। গোলাম কুদ্দুছ বলেন, ‘রোহিঙ্গা কোনো ধর্মের মানুষ, কোনো জাতির মানুষ এটি বড় বিষয় নয়। তারা মানুষ, তাই মানুষের জীবন রক্ষা করতে হবে। মানবতাকে রক্ষা করতে হবে। আজকে বিশ্বের সকল মানুষের উচিত মানবিকবোধে উজ্জীবিত হয়ে মিয়ানমার সকরারের এই ধরনের বর্বর নির্মম হত্যাকা-ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।’
×