ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপাল পৌঁছেছে বাস্কেটবল দল

আজ ভুটানের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩০, ৫ সেপ্টেম্বর ২০১৭

আজ ভুটানের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ আজ মঙ্গলবার থেকে নেপালে শুরু হতে যাচ্ছে সাউথ এশিয়ান বাস্কেটবল এ্যাসোসিয়েশন (সাবা) অনুর্ধ-১৬ (বালক) বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে অংশ নিতে রবিবার নেপাল পৌঁছেছে বাংলাদেশ অনুর্ধ-১৬ বাস্কেটবল দল। এই টুর্নামেন্ট চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার বিকেলে বাংলাদেশ দল নেপালে অনুশীলন করে। এই ম্যাচকে সামনে রেখে ওইদিনই বিকেলে অনুশীলন করে বাংলাদেশের যুবারা। দলের সবাই সুস্থ আছে। প্রস্তুতিও ভাল। ভুটানের বিপক্ষে জিততে আশাবাদী দলের কোচ ও ম্যানেজার। এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপাল। লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। নেপালে যাওয়া ১৬ সদস্যের বাংলাদেশ দলের খেলোয়াড়রা : টুটুল কুমার বিশ্বাস, কাজী রাইতুল ইসলাম, তানভীর প্রধান, শরিফুল ইসলাম, আব্দুল্লাহ রাব্বি, সজীব কুমার দাস, সৈয়দ সাবিদ হাসান, মুজাহিদ হক, আমির খান তাজিম ও মেহেদী হাসান রাব্বি। কর্মকর্তারা হলেন : ম্যানেজার-আলী হোসেন, কর্মকর্তা-আসলাম উদ্দিন, মাইনুল আহসান মঞ্জু, খাইরুল আলম ফরহাদ, কোচ-মাহবুবুর রহমান ও রেফারি-সবুজ মিয়া।
×