ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শারাপোভার জয়রথ থেমে গেল

প্রকাশিত: ০৪:২৮, ৫ সেপ্টেম্বর ২০১৭

শারাপোভার জয়রথ থেমে গেল

স্পোর্টস রিপোর্টার ॥ নিষেধাজ্ঞা থেকে ফিরে এই প্রথম মেজর কোন টুর্নামেন্টে খেলার সুযোগ পান মারিয়া শারাপোভা। শুরুটাও করেন দুর্দান্ত। টানা তিন জয়ে ইউএস ওপেনের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছিলেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। কিন্তু দুর্ভাগ্য তার। চতুর্থ রাউন্ডেই থেমে গেল তার জয়রথ। মৌসুমের শেষ মেজর টুর্নামেন্ট ইউএস ওপেনের শেষ ষোলোতে লাটভিয়ার এ্যানাস্তাসিজা সেভাস্তোভার কাছে হেরে যান তিনি। সোমবার টুর্নামেন্টের ১৬তম বাছাই সেভাস্তোভার কাছে ৫-৭, ৬-৪ এবং ৬-২ গেমে হার মানেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা মারিয়া শারাপোভা। তবে মাশা হারলেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন পেত্রা কেভিতোভা, সেøায়ানে স্টিফেন্স এবং ভেনাস উইলিয়ামস। দুইবারের গ্র্যান্ডসøাম জয়ী পেত্রা কেভিতোভা এদিন ৭-৬ (৭/৩) গেমে পরাজিত করেন স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজাকে। আর দুর্দান্ত ফর্মে থাকা আমেরিকান কিংবদন্তি ভেনাস উইলিয়ামস ৬-৩, ৩-৬ এবং ৬-১ গেমে হারান মুগুরুজারই স্বদেশী কার্লা সুয়ারেজ নাভারোকে। গত বছরের শুরুতে শেষবার কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন মারিয়া শারাপোভা। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনা উইলিয়ামসের বিপক্ষে হেরে যাওয়ার পরই ডোপ নেয়ার কথা স্বীকার করে নেন মাশা। এর ফলেই তাকে ২০১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাসনে পাঠায় ডব্লিউটিএ। নির্বাসন উঠে যাওয়ার পর গত এপ্রিলেই আবার কোর্টে ফেরেন তিনি। তবে ফরাসী ওপেন কর্তৃপক্ষ তাকে ওয়াইল্ড কার্ড দেয়নি। এ বিষয়ে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের কর্তাব্যক্তিদের অভিমত ছিল পারফর্মেন্স বর্ধক ওষুধ নিয়ে টেনিসকে কলঙ্কিত করেছেন রাশিয়ান তারকা। এরপর চোটের জন্য উইম্বলডন থেকে সরে দাঁড়ান মাশা। তবে যুক্তরাষ্ট্র ওপেন কর্তৃপক্ষ তাকে ওয়াইল্ড কার্ড দিতে রাজি হওয়ায় আবারও গ্র্যান্ডসøামে খেলার দরজা খুলে যায় শারাপোভার। টুর্নামেন্টের শুরুতেই চমক দেখান মারিয়া শারাপোভা। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সিমোনা হ্যালেপকে হারিয়ে দেন তিনি। এরপর পেরিয়ে যান দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের বাধাও। তবে প্রিকোয়ার্টার ফাইনালেই থেমে যেতে হলো তাকে। যদিওবা সোমবার টুর্নামেন্টের ষোলোতম বাছাই সেভাস্তোভার বিপক্ষে শুরুটা দুর্দান্ত করেছিলেন রুশ সুন্দরী। প্রথম সেট জিতে নেন ৭-৫ ব্যবধানে। কিন্তু পরের সেটেই দুর্দান্ত প্রত্যাবর্তন করেন লাটভিয়ার টেনিস তারকা। ৬-৪ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরেন তিনি। তৃতীয় সেটেও নিষ্প্রভ শারাপোভা। অন্যদিকে দাপট অব্যাহত থাকে সেভাস্তোভার। শেষ পর্যন্ত ৬-২ গেমে তিন নাম্বার সেট জিতে ম্যাচটাও নিজের করে নেন লাটভিয়ার এ্যানাস্তাসিজা সেভাস্তোভা। দুর্দান্ত শুরু করে চতুর্থ রাউন্ডে এসে হেরে যাওয়ায় চরম হতাশ শারাপোভা। এ বিষয়ে পাঁচটি গ্র্যান্ডসøাম জয়ী মারিয়া শারাপোভা বলেন, ‘শেষ এক সপ্তাহ স্বপ্নের মতো কাটলো। এদিন হয়তো হেরে গেছি কিন্তু শেষ কয়েকদিন আমি ভাল টেনিস খেলেছি। ইউএস ওপেন কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে ওয়াইল্ড কার্ড দেয়ার জন্য।’ শারাপোভার মতো চতুর্থ রাউন্ড থেকে ছিটকে গেছেন গারবিন মুগুরুজাও। চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার কাছে হার মানেন ইউএস ওপেনের এই চতুর্থ বাছাই। উইম্বলডন ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডসøাম জিতে ইউএস ওপেনের কোর্টে নেমেছিলেন তিনি। কিন্তু কেভিতোভার কাছে এদিন আর পেরে উঠতে পারেননি টুর্নামেন্টের তৃতীয় বাছাই মুগুরুজা। এদিকে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন আমেরিকার দুই টেনিস তারকা ভেনাস উইলিয়ামস এবং সেøায়ানে স্টিফেন্স। রবিবার রাতে কার্লা সুয়ারেজ নাভারোকে হারিয়ে শেষ আটে পা রাখেন ভেনাস। চতুর্থ রাউন্ডের লড়াইয়ে প্রথম দুই সেট শেষে সমানে সমান ছিলেন ভেনাস ও নাভারো। কিন্তু ফলাফল নির্ধারণী সেটেই আর পেরে ওঠেননি নাভারো। এর ফলে সাতটি গ্র্যান্ডসøামের মালিক ভেনাস উইলিয়ামস ৬-৩, ৩-৬ এবং ৬-১ গেমে স্প্যানিশ সুন্দরীকে হারিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পেত্রা কেভিতোভার প্রতিপক্ষ এখন ভেনাস উইলিয়ামস। গত জুলাইয়ে উইম্বলডনের ফাইনালে মুগুরুজার কাছে হেরে যান ভেনাস। এর আগে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের লড়াইয়ে ছোট বোন সেরেনা উইলিয়ামসের কাছে হার মেনেছিলেন তিনি। এবার কী তাহলে ইউএস ওপেন জিতেই থামবেন ভেনাস?
×