ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

র‌্যাঙ্কিংয়ে বুমরাহর অবিশ্বাস্য উন্নতি

প্রকাশিত: ০৪:২৮, ৫ সেপ্টেম্বর ২০১৭

র‌্যাঙ্কিংয়ে বুমরাহর অবিশ্বাস্য উন্নতি

স্পোর্টস রিপোর্টার ॥ এক সিরিজের পারফর্মেন্স একজন ক্রিকেটারের র‌্যাঙ্কিংয়ে কতটা উন্নতি হতে পারে? পাঁচ-দশ, পনের ধাপ? অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছেন জাসপ্রিত বুমরাহ। তরুণ ভারতীয় পেসার ২৭ ধাপ এগিয়ে এক লাফে সেরা চারে উঠে এসেছেন। ১৫ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন বুমরাহ। শ্রীলঙ্কার মাটিতে দ্বিপক্ষীয় কোন ওয়ানডে সিরিজে এটিই সর্বাধিক শিকারের রেকর্ড। ওয়ানডেতে বোলারদের তালিকায় সেরা তিনে জস হ্যাজলউড, ইমরান তাহির ও মিচেল স্টার্ক। র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছেন সুপার কোহলিও। গ্রেট শচীন টেন্ডুলকরের সমান ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন ভারত অধিনায়ক। পরের চারটি স্থানে যথাক্রমে ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, জো রুট ও বাবর আযম। বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলও নজর কেড়েছেন। চার ম্যাচে ৬ উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে দশে জায়গা করে নিয়েছেন। এছাড়া চোখে পড়ার মতো উন্নতি করেছেন হার্দিক পান্ডিয়া (+২, ৬১তম), কুলদিপ যাদব (+২১, ৮৯) ও যুবেন্দ্র চাহাল (+৫৫, ৯৯)। অন্যদিকে নিজেদের ওয়ানডে ইতিহাসে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের কীর্তিতে গ্রেট শচীনের সঙ্গে ভাগ বসিয়েছেন কোহলি। তার রেটিং এখন ৮৮৭। যেটি ১৯৯৮ সালে করেছিলেন তার পূর্বসূরি শচীন। সিরিজে দুই সেঞ্চুরিতে ৩৩০ রান করেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। ডেভিড ওয়ার্নারের সঙ্গে তার রেটিং পয়েন্টের পার্থক্য ১২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৬। সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার রোহিত শর্মা (৩০২, দুই সেঞ্চুরি) ও মহেন্দ্র সিং ধোনি দু’জনই শীর্ষ দশে ফিরেছেন। ধোনির ব্যাট থেকে এসেছে ১৬২ রান।
×