ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউরোপ থেকে সবার আগে মূলপর্বে বেলজিয়াম

প্রকাশিত: ০৪:২৭, ৫ সেপ্টেম্বর ২০১৭

ইউরোপ থেকে সবার আগে মূলপর্বে বেলজিয়াম

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপীয় অঞ্চল থেকে সবার আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে বেলজিয়াম। রবিবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে গ্রীসকে ২-১ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে বেলজিয়াম। ইয়ান ভারটোনেন ও রোমেলু লুকাকু গোল করেন বিজয়ীদের হয়ে। এর আগে ব্রাজিল, মেক্সিকো, জাপান, ইরানও পেয়েছে মূলপর্বের টিকেট। আর আয়োজক হওয়ার সুবাদে রাশিয়াও মূলপর্বে খেলবে। এই গ্রুপে দুই ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা বসনিয়া ও হার্জেগোভিনার চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে বেলজিয়াম। একইদিন এনি জেকোর জোড়া গোলে জিব্রাল্টারকে ৪-০ গোলে হারিয়ে গ্রীসের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে থাকা বসনিয়া প্লে-অফের লড়াইয়ে আছে। ‘বি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ড ৩-০ গোলে লাটভিয়াকে ও পর্তুগাল ১-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। দুই রাউন্ড বাকি থাকতে পর্তুগালের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে সুইসরা। বুলগেরিয়াকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে হল্যান্ড। ‘এ’ গ্রুপে তৃতীয় স্থানে থাকা ডাচদের পয়েন্ট ১৩। লুক্সেমবার্গের সঙ্গে গোলশূন্য ড্র করা ফ্রান্স ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। বেলারুশকে ৪-০ গোলে হারানো সুইডেন পিছিয়ে আছে ১ পয়েন্ট। তবে ডাচদের জন্য বিশ্বকাপে যাওয়া কঠিনই। কেননা ফ্রান্স ও সুইডেন এই গ্রুপ থেকে এগিয়ে। ফ্রান্সের সরাসরি মূলপর্বে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আর সুইডেন আছে প্লে-অফের দৌড়ে। তিনে থাকা হল্যান্ডের জন্য বাকি দুই রাউন্ড তাই বাঁচা-মরার। শেশ ম্যাচটা সুইডেনের বিরুদ্ধে হওয়ায় কাজটা আরও কঠিন। গ্রীসের বিরুদ্ধে বেলজিয়ামের তিন গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। ৭০ মিনিটে দলকে এগিয়ে দেন ভারটোনেন। তিন মিনিট পর পর্তুগীজ বংশোদ্ভূত মিডফিল্ডার জেকোর গোলে ম্যাচে ফেরে গ্রীস। কিন্তু এক মিনিট না যেতেই টমাস মুনিয়েরের ক্রসে মাথা ছুঁইয়ে বেলজিয়ামকে আবারও এগিয়ে দেন লুকাকু। এই গোল নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের সাত ম্যাচে ১০ গোল করলেন সাবেক চেলসি ও এভারটন ফরোয়ার্ড। আট ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচে’র শীর্ষে বেলজিয়াম। দ্বিতীয় স্থানে আছে বসনিয়া-হার্জেগোভিনা। একই রাতে এডিন জেকোর জোড়া গোলে জিব্রাল্টারকে ৪-০ গোলে হারিয়েছে তারা। আগের ম্যাচেই হল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ফ্রান্স। অথচ ফিফা র?্যাঙ্কিংয়ে ১৩৬তম স্থানে থাকা লুক্সেমবার্গের বিরুদ্ধে পুরো শক্তির দলটাই জিততে পারেনি। গোলশূন্যভাবে খেলা শেষ করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। গ্রুপ ‘বি’র খেলায় ৮ ম্যাচে ১৮ জয় নিয়ে এখন শীর্ষে সুইজারল্যান্ড, সর্বশেষ ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে লাটভিয়াকে। দ্বিতীয় স্থানে থাকা পর্তুগাল, এসি মিলান ফরোয়ার্ড আন্দ্রে সিলভার একমাত্র গোলে হারিয়েছে ১০ জনের হাঙ্গেরি দলকে। তবে পর্তুগালের সম্ভাবনা এখনও আছে শীর্ষে উঠে আসার। আগামী মাসেই লিসবনে তারা খেলবে সুইজারল্যান্ডের সঙ্গে। ম্যাচটি জিতলে সরাসরি বিশ্বকাপের পথে এগিয়ে যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচের আগে আইসল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন অধিনায়ক রোনাল্ডো। আর তাতেই ব্রাজিলের কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যান রিয়াল মাদ্রিদ সুপারস্টার।
×