ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভাল অবস্থানের দাবি দু’দলের

প্রকাশিত: ০৪:২৭, ৫ সেপ্টেম্বর ২০১৭

ভাল অবস্থানের দাবি দু’দলের

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথমদিনটা গেল বৈচিত্র্যময়তায়। শুরুটা করেছিল অসিরা। বল হাতে ম্যাজিক দেখান অসি অফস্পিনার নাথান লিয়ন। বাংলাদেশের টপঅর্ডার ধসিয়ে দেন দ্রুত চার উইকেট তুলে নিয়ে। এ কারণে দিনশেষে স্বাগতিকরা যে অবস্থানেই থাকুক পরিতৃপ্তির ঢেঁকুর তুলছে সফরকারীরা। এমনটাই জানালেন ৭৭ রানে ৫ উইকেট শিকার করা লিয়ন। তিনি দাবি করেন ভাল অবস্থানে আছে অস্ট্রেলিয়া এবং সন্তুষ্ট পুরো দল। অপরদিকে শুরুটা বাজে গেলেও শেষ পর্যন্ত সাব্বির রহমান ও মুশফিকুর রহীমের জোড়া হাফসেঞ্চুরিতে স্বস্তি নিয়েই দিনটা পার করেছে বাংলাদেশ। ৬ উইকেটে ২৫৩ রান তুলেছে প্রাথমিক বিপদ কাটিয়ে। এ কারণে ৬৬ রান করা সাব্বির রহমান দাবি করলেন ভাল অবস্থানে আছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী টেস্টের প্রথমদিন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন লিয়ন ও সাব্বির। সাগরিকার উইকেটে স্পিনাররা রাজত্ব করবে সেটা আগে থেকেই অনুমিত ছিল। কারণ মিরপুর টেস্টে বাংলাদেশ দল স্পিন আক্রমণে অসিদের বেসামাল করার পর স্পিনবান্ধব উইকেটই গড়বে অস্ট্রেলিয়াকে ফাঁদে ফেলতে। কিন্তু আগে ব্যাটিং করতে নেমে উল্টো অসি স্পিনে টালমাটাল হয়েছে বাংলাদেশ দল। মাত্র ১১৭ রানে ওপরের সারির ৫ ব্যাটসম্যানকে হারানোর পর শঙ্কা দেখা দিয়েছিল অল্প রানে গুটিয়ে যাওয়ার। এ বিষয়ে সাব্বির বলেন, ‘এসব উইকেটে নিজের মতো খেলে যাওয়াটাই গুরুত্বপূর্ণ, রান করা জরুরী। হতে পারত যে উইকেট কম পড়েছে বা রান বেশি হতে পারত। উইকেট এত সহজ নয়। মনোনিবেশ খুব গুরুত্বপূর্ণ। আমি মানসিকতা ঠিক করে গেছি, সেভাবে খেলে সফল হয়েছি। আরও রান করতে পারতাম। তবে দলকে কিছু দিতে পেরেছি, এতেই খুশি। প্রথম থেকেই বুঝিনি উইকেট কেমন। আউট হওয়ার পরও বুঝিনি। সবমিলিয়ে সামনের দিনগুলোতে বোঝা যাবে উইকেট কেমন আচরণ করবে। প্রথমদিনেই কিছু বোঝা যায় না।’ কিন্তু আরও কিছুক্ষণ উইকেটে থাকতে না পারার আক্ষেপটা আছে সাব্বিরের। তিনি বলেন, ‘আসলে সামঞ্জস্য করতে পারিনি আমি। আমি অপরাজিত থাকলে দল ভাল অবস্থানে থাকত। দিনশেষে ভাল খেলেছি, এটিই অর্জন আমাদের। তারপরও আমরা ভাল অবস্থানে আছি।’ খুব বাজে একটি পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন সাব্বির। প্রথমদিনেই গুটিয়ে যাওয়ার যে শঙ্কার মেঘ জমেছিল সেটা কেটে গেছে। এখনও উইকেটে টিকে আছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এ বিষয়ে সাব্বির বলেন, ‘আমরা শেষ পর্যন্ত খেলেছি। মুশফিক ভাই আছে, নাসির আছে। ২৫৩ করেছি, উইকেট একটু বেশি পড়েছে। জানি না কত রান নিরাপদ। আমরা প্রথম দিনে ভাল খেলেছি, এটিই খুশির ব্যাপার। দ্বিতীয়দিনে ভাল খেলার চেষ্টা করব। যতক্ষণ খেলা যায়, যতক্ষণ ১০ উইকেট না পড়ে, যতদূর নিতে পারি দলকে। আমাদের ১১ জনই রান করতে পারে। সবাই চেষ্টা করে রান করতে। কেউ আউট হয়ে গেলে মানে এই না যে বাকিরা পারে না। কারও দিন ভাল যায়, কারও খারাপ যায়।’ সাব্বিরকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে তুলনা করেছেন লিয়ন। কারণ অন্যদের দ্রুত ভড়কে দিতে পারলেও সাব্বিরের উইকেট তুলে নিতে বেশ কষ্ট করতে হয়েছে তাকে। এ বিষয়ে লিয়ন বলেন, ‘সাব্বির খুব ভাল খেলেছে। আমি বলব কোহলির মতোই দারুণ এক ব্যাটসম্যান সে। এমন উইকেটে খেলার অভিজ্ঞতা কম থাকায় আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। কিন্তু আমি বেশ কয়েকবার এসেছি এই পরিবেশে। তাই বেশ উপভোগ করছি নিজের বোলিং।’ তবে লিয়নের মন্তব্যে নিজেকে কোহলির সঙ্গে তুলনা করতে নারাজ সাব্বির। তিনি বলেন, ‘লিয়ন দুর্দান্ত বোলার। বিরাট কোহলির মতো ব্যাটসম্যান আমি হতে পারি। চেষ্টা করলে সবই সম্ভব। তবে কোহলি কোহলিই, আমিই আমিই। কোহলির সঙ্গে তুলনা বড় নয়। আমি আমার খেলা যদি খেলতে পারি বা দলে অবদান রাখতে পারি তাহলে সেটিই গুরুত্বপূর্ণ।’ দিনের প্রথম অংশে বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে তারা। এ বিষয়ে লিয়ন বলেন, ‘আমরা ৬ উইকেট তুলে নিয়েছি। তাই নিজেদের যে অবস্থান তাতে আমরা অনেক খুশি। আশা করছি আগামীদিন তাদের শেষ কয়েকটি উইকেট দ্রুত তুলে নিতে পারব আমরা।’
×