ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাংবাদিককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৮, ৫ সেপ্টেম্বর ২০১৭

সাংবাদিককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৪ সেপ্টেম্বর ॥ পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আছাদুজ্জামানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখমের প্রতিবাদে মানববন্ধন এবং ওসি প্রত্যাহারের দাবিতে পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে অংশ নিয়ে পাকুন্দিয়া প্রেসক্লাবের সঙ্গে কিশোরগঞ্জ জেলাসহ বিভিন্ন উপজেলার সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন। জেলার প্রবীণ সাংবাদিক এমএ রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে সাংবাদিক খন্দকার আছাদুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলার দ্রুত বিচার চেয়ে কর্মসূচী চলাকালে বক্তৃতা করেন জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুদ্দীন আহমেদ লেনিন, সাধারণ সম্পাদক ও ইটিভির জেলা প্রতিনিধি সাখাউদ্দিন আহম্মেদ রাজন, পাকুন্দিয়া হাইস্কুলের সভাপতি মোঃ শাহজাহান, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক হোসেনপুর বার্তার সম্পাদক প্রদীপ কুমার সরকার, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু তাহের, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শামছুল আলম শাহীন, জেলা সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলানিউজের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম খাইরুল, সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ।পরে পাকুন্দিয়া প্রেসক্লাবের পক্ষে পরবর্তী আন্দোলনের কর্মসূচী হিসেবে জেলা পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদানসহ চারদফা দাবিসমূহ ঘোষণা করা হয়।
×