ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে সালিশে হামলায় আহত সাত

প্রকাশিত: ০৪:০৭, ৫ সেপ্টেম্বর ২০১৭

গাজীপুরে সালিশে হামলায় আহত সাত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে রাস্তার ওপর কোরবানি দেয়াকে কেন্দ্র করে রবিবার বিকেলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের লোকজন বাড়ি ও আসবাবপত্র ভাংচুর করেছে। সংঘর্ষে উভয়পক্ষের সাতজন আহত হয়েছে। জানা গেছে, কালীগঞ্জ উপজেলার পারাবর্তা এলাকার আফাজ উদ্দিনের ছেলে রুবেল সরকার ঈদের দিন শনিবার বাড়ির পাশে রাস্তার ওপর কোরবানির পশু জবাই করে। এ নিয়ে রুবেল সরকারের লোকজনের সঙ্গে প্রতিবেশী কালাম সরকারের লোকজনের বাগ্বিত-া হয়। এর জের ধরে পরদিন রবিবার দুপুরে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে রুবেল সরকারের এক আত্মীয়কে (হবু মামাশ্বশুর লিটন সরকার) স্থানীয় একটি দোকানের সামনে কালাম সরকারের লোকজন মারধর করে। বিষয়টি মীমাংসার জন্য বিকেলে কালাম সরকারের বাড়িতে সালিশে বসে এলাকাবাসী। ওই বৈঠকে দু’পক্ষের লোকজনের মাঝে বাগ্বিত-া ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় কালাম সরকারের বাড়ি ও কিছু আসবাবপত্র ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন। সংঘর্ষে উভয়পক্ষের সাতজন আহত হয়। আহতদের ঢাকার কুর্মিটোলা ও গাজীপুরের টঙ্গী সরকারী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
×