ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে ক্ষুব্ধ কোরবানিদাতারা

প্রকাশিত: ০৪:০৭, ৫ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রামে চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে ক্ষুব্ধ কোরবানিদাতারা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কোরবানির ঈদে এবার ভাল মুনাফা করেছেন মাঠ পর্যায়ের মৌসুমি চামড়া সংগ্রহকারীরা। ট্যানারি মালিকদের বেঁধে দেয়া দর বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে চামড়া কেনায় তাদের মুখে হাসি। অপরদিকে, চামড়ার উপযুক্ত মূল্য পাওয়া যায়নি বলে অভিযোগ কোরবানিদাতাদের। চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য অনুযায়ী কোরবানির চামড়া এবার বিকিয়েছে গতবারের তুলনায় প্রায় অর্ধেক মূল্যে। তবে বৃষ্টিমুখর আবহাওয়া এবং পরিবহন সঙ্কটের কারণে ঈদের দিনই সকল চামড়া বাজারে উঠে আসেনি। অনেকেই নিজ উদ্যোগে লবণ মাখিয়ে চামড়া সংরক্ষণ করে তবেই বিক্রি করেছেন। জানা যায়, টার্গেট অনুযায়ী চট্টগ্রাম থেকে এবার প্রায় ৫ লাখ চামড়া সংগৃহীত হয়েছে। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা এ চামড়া গেছে নগরীর আতুরারডিপো এলাকার গুদামগুলোতে। পরে কাঁচা চামড়াগুলো প্রেরিত হয় ঢাকায়। চামড়া পাচাররোধে কঠোর আবস্থানে ছিল নিরাপত্তাবাহিনী। চামড়া সংগ্রহকারীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, এবার তারা মাঠ পর্যায়ে থেকে গরুর চামড়া কিনেছেন প্রতি পিস গড়ে ৬শ’ থেকে ৮শ’ টাকার মধ্যে। ছোট গরুর চামড়া ৪শ’ থেকে ৫শ’ টাকায়ও কেনা হয়েছে। ট্যানারি মালিকরা প্রতি বর্গফুট চামড়ার জন্য যে দাম বেঁধে দিয়েছেন সে বিষয়টি বিবেচনায় রেখে চামড়া সংগৃহীত হয়েছে। এতে তারা লাভের মুখে দেখেছেন। গড়ে ৮শ’ টাকার চামড়া বিক্রি হয়েছে প্রতি পিস ১ হাজার থেকে ১২শ’ টাকায়। কিন্তু অতীতে প্রতিবারই দেখা গেছে যে, বেঁধে দেয়া চামড়ার দর বিবেচনায় না রেখে মাঠ পর্যায় থেকে প্রতিযোগিতামূলক দরে চামড়া সরবরাহ করেছেন মৌসুমি কারবারিরা। ফলে চামড়ার কেনা দামই পড়েছিল হাজার এমনকি ১২শ’ টাকার ওপরে। এতে করে চামড়া সংগ্রহকারীরা অনেকেই শেষ পর্যন্ত বড় ধরনের লোকসান গুনেছেন। তবে এবার তা হয়নি।
×