ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাঁতার প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:০৩, ৫ সেপ্টেম্বর ২০১৭

সাঁতার প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৪ সেপ্টেম্বর ॥ সাদুল্যাপুর উপজেলায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপরে বড় জামালপুর হাজীপাড়া গ্রামের এক পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই গ্রামের নিহত বুয়েট কলেজের ছাত্র সাইফ নকিবের স্মরণে প্রতিযোগিতাটি তার বাবা প্রফেসর নুরুল ইসলাম সাজু আয়োজন করেন। সাঁতারপূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ ব্যারিস্টার মাসুদ আকতার পলাশ, সাদুল্যাপুর থানার ওসি (তদন্ত) এমরানুল কবির, শিক্ষক ইয়াছিন আলী, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, অধ্যক্ষ তাজুল ইসলাম, তোফায়েল হোসেন জাকির প্রমুখ। সাঁতার প্রতিযোগিতাটি পরিচালনা করেন বড় জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম। মহিষের গুঁতোয় যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৪ সেপ্টেম্বর ॥ পাকুন্দিয়ায় পাগলা মহিষের গুঁতোয় লিটন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার বুরুদিয়া মধ্যমান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মধ্যমান্দারকান্দি গ্রামের পিয়ার হোসেনের ছেলে লিটন মিয়া সকালে বাড়ির সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিল। এ সময় হঠাৎ একটি পাগলা মহিষ ছুটে এসে লিটনের বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে দ্রুত বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
×