ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেন্দুয়ায় ঈদ মাঠ নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ০৩:৫৯, ৫ সেপ্টেম্বর ২০১৭

কেন্দুয়ায় ঈদ মাঠ নিয়ে সংঘর্ষে আহত ২০

সংবাদদাতা কেন্দুয়া, নেত্রকোনা থেকে জানান, কেন্দুয়া উপজেলায় ঈদের মাঠকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কেন্দুয়া ও পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনটি ঘটেছে ঈদের পরদিন রবিবার দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বাঘবেড় গ্রামে। জানা গেছে, ওই গ্রামের চরপাড়া মহল্লার ঈদগাহে শনিবার সকালে ঈদের নামাজ শেষে মাঠের মাটি ভরাট ও চারপাশে বাউন্ডারি দেয়াল নির্মাণ করা নিয়ে দুপক্ষের মধ্যে প্রভমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে পরদিন রবিবার দুপুরের দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গোলাম রব্বানী, আজিজুল ভূঁইয়া, গণি ভূঁইয়া, রিপন ভূঁইয়া, নজরুল খাঁ, আসন খাঁ, ছাদেক মিয়া, জুয়েল মিয়া, রাজু মিয়া, আহম্মদ আলী, মাসুদ মিয়া, আবু হানিফ ও হেকিম ভূঁইয়াসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে গোলাম রব্বানী, আজিজুল ভূঁইয়া, গণি ভূঁইয়া ও রিপন ভূঁইয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কেন্দুয়া ও পার্শ্ববর্তী ঈশ্বরগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
×