ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় পা গেল ২ কিশোরের

প্রকাশিত: ০৩:৫৯, ৫ সেপ্টেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় পা গেল ২ কিশোরের

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে ভা-ারিয়াগামী লঞ্চের ধাক্কায় দুই কিশোরের পা মারাত্মকভাবে কেটে গেছে। চিকিৎসক বলেছেন, একজনের একটি পা নিশ্চিত ফেলে দিতে হবে। তবে দুজনের চারটি পা-ই ঝুঁকিতে রয়েছে। গুরুতর আহত মোস্তফা (১৭) ও রাশেদকে (১৭) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঈদ-উল-আযহার দিন শনিবার সন্ধ্য ৭টার দিকে ঢাকা থেকে ভা-ারিয়া-হুলারহাটগামী যাত্রীবাহী লঞ্চ ‘আওলাদ-২’-এর ধাক্কায় এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ এ দুই কিশোর কর্মক্ষেত্র মুন্সীগঞ্জ থেকে বাড়ি যাওয়ার লঞ্চের জন্য অপেক্ষা করছিল। প্রত্যক্ষদর্শী লঞ্চঘাটের দোকানদার হাসান জানান, সন্ধ্যার দিকে লঞ্চ ঘাটে হঠাৎ টার্মিনালের অনেক উপরে উঠে যায়। তারা ওই লঞ্চে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এতে দুই কিশোরেরই পা লঞ্চটিতে চাপা খায়। একজনের একটি পায়ের একাংশ পানিতে পড়ে যায়। এই দোকানি আরও জানান, নদীতে স্রোত এবং আকস্মিক বাতাসের কারণে লঞ্চটি নিয়ন্ত্রণ হারায়। লঞ্চটি ঘাটে নিয়মিত ভেড়ে। ঘটনার সময় ঘাটের লোকজনও উপস্থিত ছিল। ঘটনা ঘটিয়েই লঞ্চটি দ্রুত কেটে পড়ে। ঘাট কর্তৃপক্ষও লঞ্চটি থামানোর চেষ্টা করেনি। লক্ষ্মীপুরের সন্তান এ দুই কিশোরই দরিদ্র। মুন্সীগঞ্জে তারা দিনমজুরসহ নানা ধরনের কাজ করত। ওই উপার্জনের টাকা এবং কোরবানির মাংস নিয়ে বাড়ি ফিরছিল পরিবারের সঙ্গে ঈদ করার জন্য। কিন্তু তাদের ভাগ্যে তা হলো না। বরং হাসপাতালের বিছানায় এখন যন্ত্রণায় কাতরাচ্ছে তারা। পরিবারে ঈদের আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ড. প্রণয় চন্দ্র জানান, ছেলে দুটো মারাত্মকভাবে আহত হয়েছে। একজনের একটি পা নিশ্চিত ফেলে দিতে হবে। দুজনের চার পা-ই ঝুঁকিতে আছে। আমরা তাদের ঢাকায় পাঠিয়ে দিয়েছি।
×