ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড- চান বি চৌধুরী

প্রকাশিত: ০৩:৪১, ৫ সেপ্টেম্বর ২০১৭

শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড- চান বি চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদ- এবং অন্যান্য ধর্ষণের জন্য আমৃত্যু কারাদ-ের বিধান করার দাবি জানিয়েছেন। তিনি রবিবার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ-উল-আযহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব দাবি জানান। বি. চৌধুরী বলেন, আজকে সামাজিক দুর্যোগের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। নারী ও শিশু নির্যাতন হচ্ছে, ধর্ষণ নিত্য প্রক্রিয়ারত। ছোট ছোট শিশু এবং অন্যান্য মহিলাদের ধর্ষণ করে হত্যা পর্যন্ত করা হচ্ছে। দেশে এই অবস্থা কখনও ছিল না। আর ধর্ষণের শাস্তির বর্তমান আইনটি দুর্বল বলে মনে হয়। এ প্রসঙ্গে তিনি এসিড সন্ত্রাসের শাস্তি হিসেবে মৃত্যুদ-ের বিধান প্রচলনের উল্লেখ করে বলেন, দেশে যখন এসিড সন্ত্রাস চলছিল এবং এর শাস্তি হিসেবে মৃত্যুদ-ের বিধান করার সঙ্গে সঙ্গে এসিড সন্ত্রাস বন্ধ হয়ে গিয়েছিল। তেমনি আমরা বিশ্বাস করি, শিশু ধর্ষণের জন্য মৃত্যুদ- হওয়া উচিত এবং অন্যান্য ধর্ষণের জন্য বিশেষ করে যাদের সন্তান-সন্ততি আছে, যারা অল্পবয়স্ক ছাত্রী বা চাকরিজীবী এমন সব ধর্ষণের শাস্তি হিসেবে আমৃত্যু কারাদ-ের বিধান করতে হবে।
×