ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেহাল রাস্তার চেয়েও বিএনপির অবস্থা বেহাল ॥ কাদের

প্রকাশিত: ০৩:৩৯, ৫ সেপ্টেম্বর ২০১৭

বেহাল রাস্তার চেয়েও বিএনপির অবস্থা বেহাল ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৪ সেপ্টেম্বর ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের বলেছেন, সহায়ক সরকার বিএনপির মামার বাড়ির আবদার। বেহাল রাস্তার চেয়েও তাদের অবস্থা বেহাল। সহায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে যাবে। সোমবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় বিধ্বস্ত সড়ক পরিদর্শনে এসে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিএনপি আন্দোলন করার মতো সাহস ও ক্ষমতা নেই। জনগণ তাদের সঙ্গে নেই। দু/চার পাঁচশ লোক নিয়ে তারা ঢাকা শহরে মিছিল করতে পারছে না। আন্দোলনের ডাক দিয়ে বিএনপি হিন্দি সিরিয়াল দেখে। লক্ষ্মীপুর সড়ক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী দেড় মাসের মধ্যেই ৭৪ কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুর নোয়াখালী আঞ্চলিক সড়কটি সংস্কার করা হবে। এর আগে ২০ কোটি টাকা ব্যয়ে রায়পুর-লক্ষ্মীপুর বেগমগঞ্জ সড়কটি সংস্কার করা হবে। বিগত দিন লক্ষ্মীপুর উন্নয়ন বঞ্চিত ছিল বলে উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমানে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার উন্নয়নে তার আন্তরিকতার ঘাটতি নেই। তিনটি জেলার উন্নয়ন হবে সমান্তরালে লক্ষ্মীপুরের উন্নয়নের ব্যাপারে তিনি ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকবেন। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সারাদেশের সব দুই লেন রাস্তাকে চার লেনে উন্নীত করা হবে। আগামী ১৫ দিনের ভেতরে বিধ্বস্ত সড়ক সংস্কার এবং পরবর্তীতে এক দেড় মাস পর বৃষ্টি থেমে গেলে অপর সড়কগুলো সংস্কারসহ সম্প্রসারণের কথা তিনি উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, আ’লীগ নেতা দেলোয়ার হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, নুরুল ইসলাম বাবুলসহ বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে তিনি স্থানীয় আ’লীগ আয়োজিত এক পথ সভায় বক্তব্য রাখেন। তিনি আগামী নির্বাচনে জেলার চারটি আসনে আ’লীগকে বিজয়ী করার জন্য দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে মত বিরোধ ভুলে গিয়ে এক যোগ কাজ করে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। ফেনী থেকে নিজস্ব সংবাদদাতা জানান, এর আগে শুক্রবার সকালে ফেনীতে সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গুম খুন, সন্ত্রাসের নজীরবিহীন রেকর্ড কেউ ভাঙতে পারেনি- পারবে না। মন্ত্রী ফেনীতে চলমান সিক্স লেন ফ্লাইওভারের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষের সড়কে যাতায়াতের খবর মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং করছেন, আমার সঙ্গে নিয়মিত আলাপ করছেন। মন্ত্রী বলেন রূপা আইনজীবী হয়ে মানুষকে আইনী সহায়তা দেয়ার স্বপ্ন দেখেছিল কিন্তু তার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। রূপার ওপর পাশবিক ও নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। গাড়ির চালকদের চাকরি দেয়ার আগে মালিকপক্ষ যেন খোঁজখবর নেন, খারাপ লোকদের যেন চাকরি দেয়া না হয় তার জন্য মন্ত্রী মালিক পক্ষের কাছে অনুরোধ করেন।
×