ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সূচক বাড়লেও পুঁজিবাজারে লেনদেন কমেছে

প্রকাশিত: ০২:৫৯, ৫ সেপ্টেম্বর ২০১৭

সূচক বাড়লেও পুঁজিবাজারে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ২২ শতাংশ লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে ৬৬৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৮৫ কোটি ৪৭ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৮৫২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইন্যান্স, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, বিবিএস কেবল, সি এ্যান্ড এ টেক্সটাইল, এক্সিম ব্যাংক, স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, বিবিএস ও আইএফআইসি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : স্ট্যান্ডার্ড সিরামিক, মুন্নু সিরামিক, ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড, এপেক্স স্পিনিং, ফু-ওয়াং সিরামিক, এসআইবিএল, ফাস ফাইন্যান্স, হা-ওয়েল টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল ও এইচআর টেক্সটাইল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সাউথ ইস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ মিউচুয়াল ফান্ড, প্রাইম আইসিবি মিউচুয়াল ফান্ড, গ্রীনডেল্টা মিউচুয়াল ফান্ড, জুট স্পিনার্স, মুন্নু জুট স্টাফলার, তাকাফুল ইন্স্যুরেন্স, এটলাস বাংলাদেশ ও বিবিএস কেবল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৪০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ফু-ওয়াং সিরামিক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, বিবিএস কেবল, ফরচুন সুজ, ন্যাশনাল ব্যাংক, ইসলামিক ইন্স্যুরেন্স, বিবিএস কেবল, এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।
×