ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিচারবিভাগ ও গণমাধ্যম কর্মীরা ভুল করতে পারেন না ॥ ইনু

প্রকাশিত: ০৭:৩৬, ১ সেপ্টেম্বর ২০১৭

বিচারবিভাগ ও গণমাধ্যম কর্মীরা ভুল করতে পারেন না ॥ ইনু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বিচার বিভাগ ও গণমাধ্যম কর্মীরা ভুল করতে পারেন না। রাজনীতিকরা ভুল করতে পারেন। গণমাধ্যম কর্মী ও বিচারকরা আপোস করতে পারেন না। সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। বিচার বিভাগের পবিত্রতা রক্ষা করতে হবে। গণমাধ্যমের পবিত্রতা রক্ষা করতে হবে। বিচারপতিরা যদি বিচার কার্য রেখে রাজনীতিতে নাক গলান তাহলে আদালতের পবিত্রতা নষ্ট হয়। ষোড়শ সংশোধনী নিয়ে বিচারপতিরা আপত্তিকর বক্তব্য দিয়েছেন। আমরা এর সতর্ক সমালোচনা করছি। বিচার বিভাগের স্বাধীনতা হরণের জন্য নয়। আদালত যাতে রাজনীতির মঞ্চ না হয়। দাবার ঘুঁটিতে পরিণত না হয় সেজন্য। খুন ষড়যন্ত্রের রাজনীতি দেখতে চাই না। আসুন আমরা গণতন্ত্রকে ও দেশকে রক্ষা করি। রাজনীতির মাঠকে রাজাকার ও খুনী মুক্ত করতে হবে। খুনী রাজাকারদের পৃষ্ঠপোষক খালেদাকে হালাল করা চেষ্টা করবেন না। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজদিখানে অত্যাধুনিক পিক্স সিনেপ্লেক্স ও রেস্তরাঁর উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। পিক্স সিনেপ্লেক্সের প্রতিষ্ঠাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সিরাজদিখান টংগীবাড়ি এ এসপি সার্কেল কাজী মাকসুদা লিমা, সিরাজদিখান থানা ওসি আবুল কালাম, রশুনিযা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন সাবেক অধ্যক্ষ গিয়াসউদ্দিন মিয়া প্রমুখ। জেড এইচ সিকদার শপিং কমপ্লেক্সে ছোট আকারের দুটি অত্যাধুনিক সিনেপ্লেক্স উদ্বোধন করা হয়।
×