ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লেজার ভিশনের ঈদ আয়োজন

প্রকাশিত: ০৫:৪৯, ১ সেপ্টেম্বর ২০১৭

লেজার ভিশনের ঈদ আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ বর্তমান সময়ে দেশের অডিও বাজারের চরম মন্দা অবস্থা বিরাজ করছে। এ অবস্থাতেও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে কয়েকটি অডিও গান এবং মিউজিক ভিডিও প্রকাশ করেছে। শ্রোতা-দর্শকদের চাহিদাকে সামনে রেখে এবারের ঈদে প্রকাশিত গান ও মিউজিক ভিডিওগুলো শ্রোতা-দর্শকদের বাড়তি আনন্দ দেবে এমনটাই মনে করছেন লেজার ভিশন কর্তৃপক্ষ। লেজার ভিশনের প্রকাশিত এ্যালবাম ও গানগুলোর মধ্যে রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও ঐশীর ফোক ধারার অডিও এ্যালবাম ‘ভবা পাগলার গান’। ভবা পাগলার কথা ও সুরে সঙ্গীতায়োজনে ছিলেন অমিত কর। জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক মাহমুদ সানী রোমান্টিক গান ‘নীলিমা’। গানটির কথা, সুর ও সঙ্গীত করেছেন শিল্পী নিজেই। সিরাজুম মুনিরের কথা ও সুরে কণ্ঠশিল্পী লোপা হোসেইনের তৃতীয় একক এ্যালবাম ‘আত্মা-সঙ্গী’। একটি গানে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশীর ফোক ধাঁচের গান ‘রইদে ভরা ইস্টিশন’। গীতিকবি সোমেশ্বর অলির কথায় গানটির সঙ্গীত আয়োজন করেছেন বেলাল খান। এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী শাওন গানওয়ালার ‘তোর কাছে’। গীতিকবি রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন বেলাল খান। কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাসের ফোক গান ‘তোরে ছাড়া’। গানটির কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। প্রবাসী কণ্ঠশিল্পী রুবেলের টেকনো ধাঁচের গান ‘ভুইল্লা গেছো’। সামসুল আলম সুইটের কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন শিল্পী নিজেই। কণ্ঠশিল্পী শাহরীদ বেলালের রোমান্টিক আধুনিক গানের এ্যালবাম ‘এটা কি প্রেম’। একটি গানে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন শিল্পী ফারাবি। তরুণ কণ্ঠশিল্পী এজাজুল হিমুর আধুনিক গান ‘চোখ বলে যায়’। তাপস চৌধুরীর কথায় গানটির সঙ্গীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার। প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী রাহাত শাহের আধুনিক গানের এ্যালবাম পাখি। সহশিল্পী হিসেবে এ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন স্বরলিপি ও ইতি। রাহাত শাহের সুরে এ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন রাহাত হাসান। রানা আখন্দের সুর ও সঙ্গীতে কণ্ঠশিল্পী সুজনের আধুনিক ‘গান ভাঙ্গা ঘর’। কণ্ঠশিল্পী জীবক বড়–য়ার হারানো দিনের গান ‘অলিরও কথা শুনে’। গানটির মূল শিল্পী ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। কণ্ঠশিল্পী ছায়া কর্মকারের রবীন্দ্র সঙ্গীতের গানের এ্যালবাম ‘বাদল শেষে ফাগুন হাওয়া’। এ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবা। মিউজিক ভিডিও: জনপ্রিয় কণ্ঠশিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের ‘বাড়ী ফেরার তাড়া’ ও ‘মনের ভিতর মনের মানুষ’, রূপঙ্কর বাগচীর ‘তুমি কেমন আছো’, কাজী শুভর ‘প্রাণ সহেনা’, জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরানের ‘যদি হাতটা ধরো’, শিল্পী বিশ্বাসের ‘তোরে ছাড়া’, শাওন গানওয়ালার ‘একা’ ও ‘তোর কাছে’, কণ্ঠশিল্পী রুবেলের ‘ভুইল্লা গেছো’, এজাজুল হিমুর ‘চোখ বলে যায়’, কণ্ঠশিল্পী রুমানা আক্তার ইতির ‘স্বপ্নে হারাই’, এ এইচ রাব্বীর ‘যদি বলতে’, জীবন খানের ‘হয়ে গেলি পর’ ও কণ্ঠশল্পী মাহমুদ সানীর ‘নীলিমা’।
×