ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঈদের তিন চলচ্চিত্র

প্রকাশিত: ০৫:৪৯, ১ সেপ্টেম্বর ২০১৭

ঈদের তিন চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার ॥ অনেক জল্পনা কল্পার পর এবারের ঈদ-উল-আযহায় মুক্তি পাচ্ছে তিনটি চলচ্চিত্র। এর মধ্যে শাকিব খানের দুই চলচ্চিত্র- ‘রংবাজ’ ও ‘অহংকার’। অন্যদিকে ডিএ তায়েব, পপি ও পরিমনি অভিনীত ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রটিও এবারের ঈদে মুক্তি পাচ্ছে। চিত্রনায়ক শাকিবের পাশাপাশি এবারের ঈদও হবে বুবলীময়। গত বছর ঈদ- উল-আযহায় শাকিব খানের বিপরীতে একসঙ্গে দুটি চলচ্চিত্র মুক্তির মধ্য দিয়ে বুবলীর চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। ঠিক এক বছর পর ঈদ-উল-আয়হার উৎসবে দ্বিতীয়বারও এই নায়িকার একসঙ্গে দুটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। পাশাপাশি কয়েক বছর ধরে ঈদের প্রেক্ষাগৃহে চিত্রনায়িকা পপি অভিনীত কোন চলচ্চিত্র দেখা না গেলেও এই ঈদে পপি অভিনীত ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। চলচ্চিত্রটি নিয়ে অনেকটাই আশাবাদী এই ঢালিউড-কন্যা। জানা গেছে ‘রংবাজ’ ও ‘অহংকার’ চলচ্চিত্র দুটির হল বুকিং ঈদ-উল- ফিতরের পর পরই শুরু হয়। চলচ্চিত্র দুটির প্রযোজক ও পরিচালক সূত্রে জানা গেছে, সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ ঢাকা ও ঢাকার বাইরের বড় হলগুলো চলচ্চিত্র দুটির দখলে। এরই মধ্যে শতাধিক হল চূড়ান্তও হয়ে গেছে চলচ্চিত্র দুটির। ‘রংবাজ’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান রূপরঙ কথাচিত্রের অন্যতম প্রযোজক মোজাম্মেল হক বলেন, ১২০টির মতো হল বুকিং চূড়ান্ত হয়েছে। ‘রংবাজ’ চলচ্চিত্রটি দেড়শো হলে মুক্তি দেয়ার ইচ্ছা আছে। এই ঈদে ‘রংবাজ’ই নাম্বার ওয়ান সুপার হিট চলচ্চিত্র হবে বলে আশাবাদী তিনি। অন্য দিকে ‘অহংকার’ চলচ্চিত্রের পরিচালক শাহাদত হোসেন লিটন বলেন, অহংকার চলচ্চিত্রের শতাধিক হল চূড়ান্ত হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত আরও কিছু হল চূড়ান্ত হবে। এদিকে ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রটির পরিবেশক ফাইভ স্টার মুভিজের কর্ণধার মনির সিদ্দিকী বলেন, প্রায় ২০টি হল চূড়ান্ত হয়েছে। অর্ধশতাধিক হলে মুক্তির প্রত্যাশা করছি। আশা রাখি, এবারের ঈদে ‘সোনাবন্ধু’ দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করবে। এর বাইরেও চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার করা হবে ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘শেষকথা’ নামের একটি চলচ্চিত্র । চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়নি। এতে অভিনয় করেছেন বাংলাদেশের আইরিন ও কলকাতার সমদর্শী। এ ছাড়াও ঈদকে ঘিরে বিকল্পধারার কয়েকটি চলচ্চিত্র ঈদের আগে-পরে পরিচালকদের নিজস্ব তত্ত্বাবধানে প্রদর্শিত হবে বলে জানা গেছে।
×