ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাই ফুটবল, দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের প্রতিপক্ষ আজ মাল্টা

মূলপর্বের হাতছানি বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির

প্রকাশিত: ০৫:৪১, ১ সেপ্টেম্বর ২০১৭

মূলপর্বের হাতছানি বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির

জাহিদুল আলম জয় ॥ আবারও বিশ্বের নানাপ্রান্তে শুরু হয়েছে বিশ্বকাপ বাছাই ফুটবলের ডামাডোল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকেট পাওয়ার লক্ষ্যে ময়দানী যুদ্ধে ফুটবল পরাশক্তিরা। আজই মূলপর্বে খেলার টিকেট পেয়ে যেতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এ লক্ষ্যেই ইউরোপীয় অঞ্চলের ‘সি’ গ্রুপের ম্যাচে মাঠে নামছে ইউরোপের পাওয়ার হাউসরা। এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পাওয়া জার্মানদের প্রতিপক্ষ আজ চেক প্রজাতন্ত্র। চেকদের মাঠ প্রাগের ইডেন এ্যারানায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচটি জিতলেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে জোয়াকিম লোর দলের। এর আগে ২০১৬ সালের ৮ অক্টোবর নিজেদের মাঠে প্রথম লেগে চেকদের ৩-০ গোলে হারিয়েছিল গত জুনে প্রথমবারের মতো ফিফা কনফেডারেশন্স কাপ জেতা জার্মানি। ওই ম্যাচে টমাস মুলার করেছিলেন জোড়া গোল। অপর গোলটি ছিল টনি ক্রুসের। ফিরতি লেগ চেকদের মাঠে হলেও স্পষ্ট ফেবারিট বিশ্বচ্যাম্পিয়নরা। তুখোড় ফর্মে থাকা জার্মানরা জুনে কনফেডারেশন্স কাপ জয় করে তরুণ দল নিয়ে। ওই মিশনে জার্মানির বিশ্বকাপ জয়ী দলের কোন সদস্যই ছিলেন না। তবে বিশ্বকাপ বাছাইপর্বে আবারও তারকাদের দলে ডেকেছেন কোচ লো। মূলপর্বের টিকেট পাওয়ার সুযোগ হাতছাড়া করতে নারাজ চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইতোমধ্যে রাশিয়া বিশ্বকাপের টিকেট কেটেছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সবার আগে এই কৃতিত্ব দেখিয়েছেন নেইমার, কুটিনহোরা। এরপর এশিয়ার প্রতিনিধি ইরান দ্বিতীয় দেশ হিসেবে চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে। আর স্বাগতিক হওয়ায় রাশিয়া তো বিশ্বকাপে খেলবেই। এবার চার নম্বর দেশ হিসেবে বিশ্বকাপের মূলপর্বে নাম লেখানোর সুযোগ জার্মানির। বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে ইংল্যান্ডও। ‘এফ’ গ্রুপে ছয়টি ম্যাচ শেষে এখনও অপরাজিত আছে ফুটবলের জনকরা। আজ রাতে এ্যাওয়ে মাচে স্বাগতিক মাল্টার বিরুদ্ধে খেলবে ইংলিশরা। কিছুদিন আগে অবসর নেয়ায় এই ম্যাচে ইংলিশদের হয়ে খেলবেন না তারকা ফরোয়ার্ড ওয়েন রুনি। এই গ্রুপে ১৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থায় ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে সেøাভাকিয়া দুইয়ে ১১ পয়েন্ট নিয়ে সেøাভেনিয়া তিন নম্বরে। বাছাইপর্বের ম্যাচের জন্য ইংল্যান্ড জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়াটফোর্ডের ন্যাথানিয়েল ক্যালোবা ও লিচেস্টার সিটির হ্যারি ম্যাগুইয়ার। আজ রাতে মাল্টার বিরুদ্ধে ম্যাচ ছাড়াও সেøাভাকিয়ার বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড। গত জুলাইয়ে চেলসি থেকে ওয়াটফোর্ডে নাম লেখান ২২ বছর বয়সী মিডফিল্ডার ক্যালোবা। আর জুনে হাল সিটি থেকে লিচেস্টারে যোগ দেন ২৪ বছর বয়সী ম্যাগুইয়ার। এখনও অভিষেক না হওয়া এভারটনের জর্ডান পিকফোর্ডও আবার ডাক পেয়েছেন। গত জুনে নিজেদের সর্বশেষ ম্যাচে নুরেমবার্গে দুর্বল সান ম্যারিনোর জালে গোলোৎসব করেছে জার্মানি। তারা জয় পায় ৭-০ গোলের বড় ব্যবধানে। ওই ম্যাচে জার্মানির হয়ে চোখ ধাঁধানো হ্যাটট্রিক করেন প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হওয়া হোফেনহইম স্ট্রাইকার সান্ড্রো ওয়াগনার। গত নবম্বরে সান ম্যারিনোর মাঠ থেকে ৮-০ গোলে জিতে ফিরেছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারের বাছাইপর্বে এখন পর্যন্ত ছয় ম্যাচে মোট ২৭ গোল করেছে জার্মানি। বিপরীতে গোল হজম করেছে মাত্র একটি। জার্মানির সামনে পুঁচকে এক প্রতিপক্ষই ছিল সান ম্যারিনো। ফিফা র‌্যাঙ্কিংয়ের হিসেব কষলে বাংলাদেশের চেয়েও দুর্বল। কেননা তাদের র‌্যাঙ্কিং ২০৪তম। এ কারণেই প্রায় এক নতুন দল মাঠে নামিয়ে দিয়েছিলেন জার্মান কোচ জোয়াকিম লো। দ্বিতীয় সারির দল খেলিয়েও গোলোৎসব করতে সমস্যা হয়নি বিশ্বচ্যাম্পিয়দের। ম্যাচটিতে জার্মান দলে ছিলেন না টমাস মুলার, মারিও গোয়েটজে, সামি খেদিরা, ম্যানুয়েল নিউয়েরের মতো তারকারা। এবার চেকদের বিরুদ্ধে অবশ্য শক্তিশালী দলই নামাচ্ছেন জার্মান বস। ‘সি’ গ্রুপে ছয় ম্যাচের প্রতিটিই জিতে পূর্ণ ১৮ পয়েন্ট ভা-ারে জার্মানি। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নর্দার্ন আয়ারল্যান্ড। ৯ পয়েন্ট নিয়ে চেক প্রজাতন্ত্রের অবস্থান তিনে। বিশ্বকাপে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জার্মানির বিরুদ্ধে ভাল করার বিকল্প নেই পিটার চেকের দলের।
×