ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউএস ওপেনের দ্বিতীয়পর্ব থেকেই ওজনিয়াকি-সিবুলকোভার বিদায়

জয়ের ধারায় শারাপোভা-মুুগুরুজা

প্রকাশিত: ০৫:৪০, ১ সেপ্টেম্বর ২০১৭

জয়ের ধারায় শারাপোভা-মুুগুরুজা

জিএম মোস্তফা ॥ নিষেধাজ্ঞার পর এই প্রথম মেজর কোন টুর্নামেন্টে খেলছেন মারিয়া শারাপোভা। ইউএস ওপেনে দুর্দো- প্রতাপেই খেলছেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। টানা দুই জয়ে মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন তিনি। বুধবার দ্বিতীয় রাউন্ডে মারিয়া শারাপোভা ৬-৭ (৪/৭), ৬-৪ এবং ৬-১ গেমে হুন্ডুরাসের তিমিয়া বাবোসকে পরাজিত করে তৃতীয়পর্বের টিকেট নিশ্চিত করেন। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা ছাড়াও এদিন দারুণ জয়ে টুর্নামেন্টের পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন তারই স্বদেশী একাটেরিনা মাকারোভা, কার্লা সুয়ারেজ নাভারো, ভেনাস উইলিয়ামস, পেত্রা কেভিতোভা, ক্যারোলিন গার্সিয়া এবং উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজাও। তবে ভক্ত-অনুরাগীদের হতাশায় ডুবিয়ে মৌসুমের শেষ মেজর টুর্নামেন্ট ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি এবং সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা। দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে গত এপ্রিলেই কোর্টে ফিরেন মারিয়া শারাপোভা। কিন্তু ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডনে খেলার সুযোগ পাননি পাঁচটি গ্র্যান্ডসøাম জয়ী। তবে ইউএস ওপেনেই প্রথম খেলতে নামেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। প্রিয় কোর্টে দারুণভাবেই শুরু করেন তিনি। তবে নিষেধাজ্ঞা থেকে ফেরা শারাপোভাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়। ইউএস ওপেনের আগে তাদের মনে রেখেছেন বলেও মন্তব্য করেছিলেন মাশা। কিন্তু বুধবার জয়ের পর তিনি বলেন, ‘আমি ক্রীড়াবিদদের কাছ থেকেও সম্মান পাচ্ছি। আপনি যখন কোর্টে প্রতিপক্ষের বিপক্ষে খেলবেন তখন তাদের কাছ থেকে সম্মান পাওয়াটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ এবং আমি সেটা অনুভব করছি।’ শারাপোভা এ সময় ভক্ত-অনুরাগীদের কাছ থেকেও সমর্থন পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি যখন কোর্টে ফিরেছি ঠিক তখন থেকেই ভক্ত-অনুরাগীরা আমাকে বিস্ময়করভাবে সমর্থন জুগিয়ে যাচ্ছে। এটা আমার কাছে বিশেষ কিছু। সত্যি কথা বলতে এই অনুভূতিটাও আমার কাছে অন্যরকম।’ শেষ ষোলোতে যাওয়ার পথে শারাপোভার প্রতিপক্ষ আজ রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকার সোফিয়া কেনিন। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৩৯ নাম্বারে অবস্থান কেনিনের। তবে মজার ব্যাপার হলো ১৮ বছর বয়সী এই আমেরিকান তারকার শৈশবের আদর্শ খেলোয়াড় শারাপোভা। এবার তাকেই পাচ্ছেন প্রতিপক্ষ হিসেবে। কেনিন জানালেন, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সমগ্র ক্যারিয়ারেই তাকে অনুসরণ করেছি। অসাধারণ মাপের খেলোয়াড় সে। সে কোর্টে ফিরেছে তাতে আমিও খুব খুশি। তার প্রতি আমার সম্মানের কোন কমতি নেই।’ শারাপোভার স্বদেশী একাটেরিনা মাকারোভা এদিন হতাশ করেছেন ক্যারোলিন ওজনিয়াকিকে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এদিন তিনি ৬-২, ৬-৭ এবং ৬-১ গেমে পরাজিত করেন ডেনমার্কের পঞ্চম বাছাই ক্যারোলিন ওজনিয়াকিকে। গত কয়েক মৌসুম ধরেই আলোচনার তুঙ্গে এই ড্যানিশ তারকা। কিন্তু দুর্ভাগ্য তার। এখন পর্যন্ত মেজর কোন শিরোপা জেতা হয়নি তার। ইউএস ওপেনে এবার অনেক আশা নিয়ে কোর্টে নামলেও দ্বিতীয় রাউন্ডেই জয়যাত্রা থেমে গেল ড্যানিশ টেনিস তারকার। এদিকে স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো ৪-৬, ৭-৬ এবং ৬-২ গেমে পরাজিত করেছেন ক্রোয়েশিয়ার মিরজানা লুসিচ বারুনিকে। আমেরিকান টেনিস তারকা ভেনাস উইলিয়ামস দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৭-৫ এবং ৬-৪ গেমে হারিয়েছেন ফ্রান্সের ওসিয়ান দোদিনকে। চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাও ৬-১ এবং ৬-২ গেমে রীতিমতো উড়িয়ে দিয়েছেন ফ্রান্সের আরেক তারকা এ্যালিজ কোর্নেটকে। জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন গারবিন মুগুরুজাও। উইম্বলডনের চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে ৬-৪ এবং ৬-০ গেমে পরাজিত করেছেন চীনের যিং দুয়ানকে। টেনিস তারকাদের জয়ের দিনে হেরে গেছেন ডোমিনিকা সিবুলকোভা। মার্কিন যুক্তরাষ্ট্রের সেøায়ানে স্টিফেন্সের কাছে এদিন ৬-২, ৫-৭ এবং ৬-৩ গেমে হার মানেন টুর্নামেন্টের ১১তম বাছাই ডোমিনিকা সিবুলকোভা। মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে খেলছেন না সেরেনা উইলিয়ামস এবং ভিক্টোরিয়া আজারেঙ্কার মতো তারকারা।
×