ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কল্যাণ পার্টির মহাসচিবের খোঁজে পুলিশ

প্রকাশিত: ০৫:৩৯, ১ সেপ্টেম্বর ২০১৭

কল্যাণ পার্টির মহাসচিবের খোঁজে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানের (৪২) চার দিনেও কোন সন্ধান মেলেনি। নিখোঁজের তিন দিন পর থানায় জিডির পর পুলিশ তদন্তে নেমেছে। ইতোমধ্যে তার মোবাইল কললিস্ট যাছাই-বাছাই করা হচ্ছে বলে পুলিশ জানায়। বুধবার দুপুরে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক সাংবাদিকদের পার্টির মহাসচিব আমিনুর রহমানের নিখোঁজের বিষয়টি জানানোর পর ঘটনাটি প্রকাশ্যে আসে। ওই দিনই থানায় জিডি করা হয়। এরপর পুলিশ তদন্ত শুরু করে। বৃহস্পতিবার সন্ধ্যায় পল্টন থনার ওসি মোঃ মাহমুদুল হক জনকণ্ঠকে জানান, তিন দিন পর থানায় জিডি করার পরই আমরা আমিনুর রহমানের নিখোঁজের বিষয়টি জানতে পারি। ইতোমধ্যে নিখোঁজ আমিনুর রহমানের মোবাইল কললিস্ট সংগ্রহ করা হয়। তা যাছাই-বাছাই করা হচ্ছে। ওসি জানান, আমিনুর রহমান অবিবাহিত। তিনি কখনও সাভারের তার ভাই মিজানুর রহমানের বাসায় থাকতেন আবার কখনও পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহম্মদ ইব্রাহিমের বাসায় থাকতেন। ঘটনার দিন রবিবার (২৭ আগস্ট) পার্টির এক বৈঠক শেষে আমিনুর রহমান নয়াপল্টন থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইলটি বন্ধ রয়েছে। ওসি মাহমুদুল হক জানান, আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে রাতে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহম্মদ ইব্রাহিম জনকণ্ঠকে জানান, গত ২৭ আগস্ট রাতে পার্টি অফিসে বৈঠক শেষে বের হওয়ার পর থেকে দলীয় মহাসচিব আমিনুর রহমানের কোন খোঁজ নেই।
×