ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কমল কর্মঘণ্টা

প্রকাশিত: ০৫:৩৩, ১ সেপ্টেম্বর ২০১৭

কমল কর্মঘণ্টা

কাতারে নতুন এক আইনে বলা হয়েছে একজন গৃহকর্মীকে সর্বোচ্চ ১০ ঘণ্টা খাটানো যাবে এবং তাদের বছরে অন্তত তিন সপ্তাহ ছুটি দিতে হবে। উপসাগরীয় দেশটির এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে ফিলিপিন্স। ফিলিপিন্সের পররাষ্ট্র সচিব বুধবার বলেছেন, এ আইন নিশ্চিতভাবে তাদের অভিবাসী শ্রমিকদের সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করবে। -র‌্যাপলার তাজমহল শিবমন্দির নয় ভারতের আগ্রার তাজমহল হিন্দ দেবতা শিবের মন্দির নয়, বরং মোগল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের স্ত্রীর সমাধি বলে জানিয়েছে আরকিউলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। বৃহস্পতিবার তাজমহল মুসলিম নিদর্শন বলে আগ্রা আদালতে লিখিত বিবৃিত দেয়া হয়। এতে বলা হয়েছে, তাজমহল কোন সময়েই শিবমন্দির ছিল না। যেহেতু সৌধটি মুসলিম ইতিহাসের সঙ্গে জড়িত, তাই সেখানে হিন্দুরা প্রার্থনা করতে পারবে না। - এএফপি
×