ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিলিস্তিনীদের একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে ইসরাইল

প্রকাশিত: ০৫:৩২, ১ সেপ্টেম্বর ২০১৭

ফিলিস্তিনীদের একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে ইসরাইল

ইসরাইল সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীর এলাকায় প্যালেস্টাইনের একটি রেডিও স্টেশন গত ছয়মাস ধরে বন্ধ করে রেখেছে। ইসরাইলী সেনাবাহিনীর একজন মুখপাত্র জানায়, সন্ত্রাসে উৎসাহদান এবং সহিংসতা ছড়ানোর অভিযোগে পশ্চিম তীরের হেবরনে আল-হুরিয়া নামের রেডিও স্টেশনটির বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ। রেডিও স্টেশনের একজন কর্মী জানান, প্রতিষ্ঠানটির সম্প্র্রচারের যন্ত্রপাতি বাজেয়াফত করেছে ইসরাইলী সেনাবাহিনী। ইসরাইলী সেনাবাহিনীর অভিযোগ অধিকৃত এলাকায় প্যালেস্টাইনি যুবকদের হাতে অস্ত্র তুলে নেয়ার জন্য নানা ধরনের উস্কানি দিয়ে থাকে বিভিন্ন গণমাধ্যম। এসব গণমাধ্যমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে তারা।
×