ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে বাতিল হওয়া নোট ফিরে এসেছে রিজার্ভ ব্যাংকে

প্রকাশিত: ০৫:৩১, ১ সেপ্টেম্বর ২০১৭

ভারতে বাতিল হওয়া নোট ফিরে এসেছে রিজার্ভ ব্যাংকে

ভারতে ৫০০ আর ১০০০ রুপীর নোট বাতিল ঘোষণার পর প্রায় সব নোটই রিজার্ভ ব্যাংকের কাছে ফিরে এসেছে বলে জানা গেছে। নোট বাতিলের ঘোষণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য বিজেপি নেতারা দাবি করেছিলেন অর্থনীতিতে তিন লাখ কোটি টাকার জাল এবং কালো টাকা রয়েছে। আনন্দবাজার পত্রিকা। মোদি দেশবাসী আশ্বস্ত করেছিলেন এই বলে যে, নোট বাতিল করলে পরে সেই কালো টাকা আর জাল নোট উদ্ধার করা সম্ভব হবে। সেই টাকা ব্যাংকের কাছে আর ফেরত আসবে না - এমনটাও সরকার দাবি করেছিল। এখন দেখা যাচ্ছে চালু থাকা নোটের প্রায় ৯৯ শতাংশই ফিরে এসেছে। বুধবার প্রকাশিত রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার বার্ষিক রিপোর্টে এই তথ্য দেয়া হয়েছে ভারতের অর্থনীতির প্রায় ৮৫ শতাংশ ছিল ৫০০ আর ১০০০ টাকার নোট। রাতারাতি নোট বাতিল হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়। তাদের দুমাস ধরে দীর্ঘ লাইন দিয়ে পুরনো নোট বদল করে নতুন নোট যোগাড় করতে হয়েছে। মোদির বিরুদ্ধে বিভিন্ন বিক্ষোভ হয়। ছোট ব্যবসাগুলো যেমন মার খায় তেমনই কাজ হাতছাড়া হয় অনেক বড় বড় প্রতিষ্ঠানেরও। কিন্তু চালু থাকা নোটের প্রায় পুরোটাই ফেরত আসায় বোঝা যাচ্ছে সেগুলো কালোটাকা বা জাল নোট ছিল না। বিশেষজ্ঞরা বলছেন, কেউ নিজের কাছে জমানো কালো টাকা ব্যাংক এ্যাকাউন্টে যে জমা দেবেন না, এটাই স্বাভাবিক। বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে কালোটাকা আর জাল নোট উদ্ধারে সরকার যে দাবি করেছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, যে নোট বাতিলের ওই সরকারী সিদ্ধান্ত চরম ব্যর্থ হয়েছে। নোট বাতিলের ফলে যেমন নগদের ব্যবহার কমেছে, তেমনই ব্যাংকিং ব্যবস্থায় প্রয়োজনীয় নগদের যোগানও বেড়েছে।
×