ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪

প্রকাশিত: ০৫:৩১, ১ সেপ্টেম্বর ২০১৭

মুম্বাইয়ে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪

মৌসুমি বায়ুর প্রভাবে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ভারতের মুম্বাইতে দুটি ছোট শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। টানা ভারি বর্ষণের কারণে ভারতের বাণিজ্যিক রাজধানীটিতে বেশ কয়েকটি ঘরবাড়ি ধসে পড়েছে এবং যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। টাইমস অব ইন্ডিয়া। বুধবার কম বৃষ্টিপাত হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো সহজ হয়েছে। মঙ্গলবার মুম্বাইতে একদিনে প্রায় এক মাসের গড় বৃষ্টিপাতের সমান বৃষ্টি হয়। এতে সৃষ্ট বন্যায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়। পরেরদিনও ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। এতে শহরটির স্কুল-কলেজগুলো বুধবার বন্ধ রাখা হয়। কিন্তু এদিন অনেক এলাকায়ই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। ‘শহর ও শহরতলীতে গত কয়েক ঘণ্টায় অল্প বৃষ্টিপাত হয়েছে, গতকালের মতো ভারি বৃষ্টিপাত হয়নি’ বলেছেন ভারতের আবহাওয়া বিভাগের উর্ধতন কর্মকর্তা কেএস হোসালিকার। আগামী কয়েক ঘণ্টায় মুম্বাই ও সংলগ্ন এলাকাগুলোতে ব্যাপক বৃৃষ্টিপাত হতে পারে, এর মধ্যে কয়েকটি এলাকায় ভারি বৃৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তিনি জানিয়েছেন। বুধবার রাত থেকে ট্রেন ও বিমান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার শহরের ভিখরোলি এলাকায় একটি বাড়ি ভেঙ্গে পড়ে এক পরিবারের এক থেকে দেড় বছরের একটি শিশু ও ৪৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
×