ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাপানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে টেরেসা মে’র বৈঠক

প্রকাশিত: ০৫:৩১, ১ সেপ্টেম্বর ২০১৭

জাপানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে টেরেসা মে’র বৈঠক

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বৃহস্পতিবার টোকিওতে জাপানের শীর্ষ নিরাপত্তা বৈঠক করেছেন। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে এশিয়ার দেশগুলোর মধ্যে সৃষ্ট উত্তেজনার মধ্যে তারা এই বৈঠক করেছেন। খবর এএফপির। টেরেসা মে রাষ্ট্রীয় সফরে জাপানে অবস্থান করছেন। তিনি দ্বিতীয় বিদেশী নেতা, যিনি ২০১৪ সালে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি এবোটের পর জাতীয় নিরাপত্তা পরিষদে বৈঠক করেছেন। জাপান সরকারের শীর্ষ পর্যায়ের এক মুখপাত্র ওয়াশিহিদু সুগা জানান, চলতি সপ্তাহে মে পিয়ংইংয়ের উস্কানিমূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে ‘বিরক্তি’ প্রকাশের পর বৈঠকে টেরেসা মে’র উপস্থিতি জাপান ও ব্রিটেনের মধ্যকার সম্পর্ককে জোরদার করেছে। সুগা টোকিওতে সাংবাদিকদের বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ যে, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’কে নিরাপত্তা ও কূটনৈতিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।’ ২০১৩ সালের শেষদিকে গঠিত পরিষদটি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে গঠিত। ব্রিটেন উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা চাচ্ছে, যার লক্ষ্য হবে চীন ও রাশিয়ায় প্রেরিত অতিথি কর্মীরা; বিশেষ করে, যাদের বেতন-ভাতা পিয়ংইয়ংয়ের রাজস্ব আয়ের একটি উৎস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কঠোর সমালোচনা করে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী তিন দিনের সরকারী সফরে বুধবার জাপান পৌঁছান। ব্রেক্সিট পরবর্তী সময়ে ব্রিটেনের সম্ভাব্য আর্থিক সঙ্কট উত্তরণের লক্ষ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনাই তার লক্ষ্য বলে জানা গেছে।
×