ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফুটবলার মনুর পাশে সোনালী অতীত ক্লাব

প্রকাশিত: ০৫:১১, ১ সেপ্টেম্বর ২০১৭

ফুটবলার মনুর পাশে সোনালী অতীত ক্লাব

স্পোর্টস রিপোর্টার ॥ অসুস্থ সাবেক জাতীয় ফুটবলার মনির হোসেন মনুকে আর্থিক সহায়তা দিয়েছে সাবেক ফুটবলারদের সংগঠক সোনালী অতীত ক্লাব। মঙ্গলবার মনুর মুগদাপড়ায় বাসায় গিয়ে তার হাতে এক লাখ ৩০ হাজার টাকা তুলে দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সত্যজিৎ দাস রুপু ও সহসভাপতি হাসানুজ্জামান খান বাবলু। আশির দশকে ঢাকা মোহামেডান সমর্থকদের হৃদয়ে আসন গড়া মনু লিভার জটিলতায় ভুগছেন। কয়েকদিন আগে চিকিৎসাধীন ছিলেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। কিছুটা সুস্থ হয়ে তিনি এখন বাসায়। এর আগে মনুকে আর্থিক সহায়তা দিয়েছে ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থক গোষ্ঠী ‘মহাপাগল’। মহাপাগলের প্রতিষ্ঠাতা টি ইসলাম তারিকের নেতৃত্বে অসুস্থ মনুর হাতে তুলে দেয়া হয় ৫৮ হাজার টাকা। আশির দশকে দেশের ক্লাব ফুটবলে যে ক’জন তারকা ফুটবলার ছিলেন তাদের একজন এই মনু। মোহামেডানের অবিচ্ছেদ্য অংশ হয়ে বল পায়ে দাপিয়ে বেড়িয়েছেন ঢাকার ফুটবলে। খেলতেন রাইট উইঙ্গার পজিশনে। যদিও ক্যারিয়ারের শুরুতে ছিলেন স্ট্রাইকার। কিন্তু শৈশবের প্রিয় ও স্বপ্নের ক্লাব মোহামেডানে খেলার জন্য প্লেয়িং পজিশনই বদলে ফেলেছিলেন মনু। বিশ্বকাপ দাবায় রাকিব স্পোর্টস রিপোর্টার ॥ গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব বিশ্বকাপ দাবা ২০১৭তে অংশ নিচ্ছেন। আগামী ২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জর্জিয়ার তবিলিসি শহরে এ ইভেন্ট অনুষ্ঠিত হবে। গত মার্চ মাসে নেপালে অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবা ৩.২ এ চ্যাম্পিয়ন হয়ে রাকিব এ ইভেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। বিশ্বদাবা চ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসনসহ বিশ্বের শীর্ষস্থানীয় ১২৮ জন খেলোয়াড় নকআউট ভিত্তিতে এ ইভেন্টে অংশ নিবেন। রাকিব বিশ্বের ৭নং খেলোয়াড় আমেরিকার গ্র্যান্ডমাস্টার নাকামুরা হিকারুর সঙ্গে প্রথম রাউন্ডে দু’টি ম্যাচ খেলবেন। দ্বিতীয় রাউন্ডে উন্নীত হতে তাকে প্রথম রাউন্ডে বিজয়ী হতে হবে।
×