ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের মূলপর্বে জাপান

প্রকাশিত: ০৫:১১, ১ সেপ্টেম্বর ২০১৭

বিশ্বকাপের মূলপর্বে জাপান

স্পোর্টস রিপোর্টার ॥ টানা ষষ্ঠবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে জাপান। বৃহস্পতিবার এশিয়া অঞ্চলের ‘বি’ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে জাপান। জাপান চতুর্থ দল হিসেবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকেট কনফার্ম করলো। এর মধ্যে এশিয়ারই দু’টি দেশ। ইতোমধ্যে এশিয়া অঞ্চলের ‘এ’ গ্রুপ থেকে ইরানও বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। সবার আগে বিশ্বকাপের টিকেট কেটেছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর স্বাগতিক হিসেবে রাশিয়ার খেলা আগে থেকেই নিশ্চিত। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামে জাপান। গোছানো ফুটবল খেলে সে লক্ষ্য পূরণ করেছে তারা। দুই অর্ধে একটি করে গোল করে বিজয়ীরা। প্রথমার্ধের ৪১ মিনিটে জাপানের পক্ষে প্রথম গোল করেন টাকুমা এ্যাসানো। বিরতির পর ৮২ মিনিটে জয় নিশ্চিত করা গোলটি করেন ইউসুকে আইডেগুচি। তৃতীয়পর্বে চিলিচ-ইসনার স্পোর্টস রিপোর্টার ॥ ইউএস ওপেনে পুরুষ এককের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন মারিন চিলিচ এবং জন ইসনার। বুধবার টুর্নামেন্টের পঞ্চম বাছাই মারিন চিলিচ ৬-৩, ৬-৩ এবং ৬-৩ গেমে পরাজিত করেন জার্মানির ফ্লোরিয়ান মায়েরকে। অন্য ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের জন ইসনার ৬-৩, ৬-৪ এবং ৭-৫ গেমে হারান কোরিয়ার হিওন চুংকে। এছাড়াও দারুণ জয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন জার্মানির মিচা জেভরেভ এবং দক্ষিণ আফ্রিকার কেভিন এ্যান্ডারসন। তবে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন জো উইলফ্রেইড সোঙ্গা।
×