ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

গানে গানে লেজার ভিশনের ঈদ আয়োজন

প্রকাশিত: ০৪:৫১, ১ সেপ্টেম্বর ২০১৭

গানে গানে লেজার ভিশনের ঈদ আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ ঈদ বিনোদনকে ঘিরে প্রবাহিত হয় নানামুখী কর্মকান্ড। অনেকেই সুরের আশ্রয়ে খুঁজে ফেরেন আনন্দের অনুষঙ্গ। গানে গানে নির্মল আনন্দে কেটে যায় সময়। তাই একসময় প্রতিটি ঈদ আয়োজনে একাধিক প্রযোজনা সংস্থা থেকে প্রকাশিত হতো খ্যাতিমানসহ নবীন শিল্পীদের অসংখ্য এ্যালবাম। যুগের হাওয়ায় বদলে গেছে সেই চিত্র। এখন আর ঈদকে কেন্দ্র করে তেমনভাবে প্রকাশিত হয় না সঙ্গীত সঙ্কলন বা এ্যালবাম। বদলে গেছে গানের বাজার। তাই বলে উৎসবে গানের আনন্দ থেকে বিমুখ হতে হয় না শ্রোতাকে। শ্রোতারা এখন শিল্পীর নিত্যনতুন গানের সন্ধান পান অনলাইনে। নানা ধরনের ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হচ্ছে এসব গান। অডিও বাজারের এই দুঃসময়েও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন ঈদ-উল-আযহাকে সামনে রেখে প্রকাশ করেছে বেশকিছু এ্যালবাম, অডিও গান ও মিউজিক ভিডিও । লেজার ভিজনের প্রকাশিত এ্যালবামের মধ্যে ‘ভবা পাগলার গান’। জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও ঐশীর গানের সাজানো এই লোকজ ধারার অডিও এ্যালবাম। ভবা পাগলা কথা ও সুরে সঙ্গীতায়োজন করেছেন অমিত কর। এ প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক মাহমুদ সানীর রোমান্টিক গান ‘নীলিমা’। গানটির কথা, সুর ও সঙ্গীত করেছেন শিল্পী নিজেই। সিরাজুম মুনিরের কথা ও সুরে বেরিয়েছে লোপা হোসেইনের এ্যালবাম আত্মা-সঙ্গী। সঙ্ককলনটির একটি গানে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এসেছে এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশীর ফোক ধাঁচের গান ‘রইদে ভরা ইষ্টিশন’। সোমেশ্বর অলির কথায় গানটির সঙ্গীত আয়োজন করেছেন বেলাল খান। প্রকাশিত হয়েছে ‘তোর কাছে’ শিরোনামে শাওন গানওয়ালার একটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন বেলাল খান। শিল্পী বিশ্বাসের প্রকাশিত লোকজ ঘরানার গান ‘তোরে ছাড়া’ গানটির কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। এ প্রযোজনা সংস্থা থেকে বেরিয়েছে প্রবাসী কণ্ঠশিল্পী রুবেলের টেকনো ধাঁচের গান ‘ভুইল্লা গেছো’। সামসুল আলম সুইটের কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন শিল্পী নিজেই। এসেছে শাহরীদ বেলালের রোমান্টিক আধুনিক গানের এ্যালবাম ‘এটা কি প্রেম’। একটি গানে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন ফারাবি। এসেছে প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী রাহাত শাহ্র আধুনিক গানের এ্যালবাম ‘পাখি’। সহশিল্পী হিসেবে এ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন স্বরলিপি ও ইতি। রাহাত শাহ্র সুরে এ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন রাহাত হাসান। প্রযোজনা সংস্থাটি ছেড়েছে রানা আখন্দের সুর ও সঙ্গীতে সুজনের আধুনিক গান ‘ভাঙ্গা ঘর’। আছে জীবক বড়ুয়ার হারানো দিনের ‘গান অলিরও কথা শুনে’। এ গানটির মূল শিল্পী ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীতে সাজানো ছায়া কর্মকারের ‘বাদল শেষে ফাগুন হাওয়া’ শীর্ষক এ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবা। হাবিবা নওরোজের আলোকচিত্র প্রদর্শনীর সমাপ্তি নবীন আলোকচিত্রী হাবিবা নওরোজ। এই আলোকচিত্রীর তিন সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে মোহাম্মদপুরের ইকবাল রোডের কলাকেন্দ্র গ্যালারি। ২০ আগস্ট থেকে শুরু হওয়া কনসিলড শীর্ষক এ প্রদর্শনীর সমাপনী দিন ছিল বৃহস্পতিবার। প্রদর্শনীটির কিউরেটিং করেছেন চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান। বরিশালে আব্দুল জব্বারের বোনের স্মৃতিচারণ স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী শিল্পী আব্দুর জব্বারের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন তার সহকর্মী আদরের ছোট বোন অরুনা সাহা। তাদের সঙ্গে রক্তের সম্পর্ক না থাকলেও ছিল আত্মার সম্পর্ক। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তাদের পরিচয়। ওইসময় শিল্পী আব্দুর জব্বার ও শিল্পী আপেল মাহমুদ বোন ডেকেছিলেন আরেক গুণী শিল্পী অরুনা সাহাকে। তাইতো ভাইয়ের (আব্দুর জব্বার) মৃত্যুর সংবাদ শুনে অসুস্থ হয়ে পড়েছেন বরিশালের গৌরনদী পৌর এলাকার আশোকাঠী মহল্লার একসময়ের প্রখ্যাত জমিদার মোহনলাল সাহার পুত্রবধূ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অরুনা সাহা। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির শয়ন কক্ষে অসুস্থ অরুনা সাহা জানান, তিনি ও তার স্বামী স্বর্গীয় মানিক লাল সাহা দুইজনেই ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী। বেতার কেন্দ্রে বসেই তাদের সঙ্গে পরিচয় হয় শিল্পী আব্দুর জব্বার ও শিল্পী আপেল মাহামুদের। তারা দুইজনেই তাকে (অরুনা সাহা) বোন ডেকেছিলেন। টানা নয় মাস তারা নিজের আপন ছোট বোনের মতো তাকে (অরুনা) আগলে রেখেছেন। এ দুই গুণী শিল্পীর অনুপ্রেরণায় অরুনা সাহার মতো আরও অসংখ্য শিল্পীরা দেশের জন্য কালজয়ী গান গেয়েছেন। যে গানে অনুপ্রাণিত হয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। অরুনা সাহা বলেন, আমি বড় ভাইয়ের মতো তাকে জব্বার ভাই বলে ডাকতাম। তিনিও নিজের আপন ছোট বোনের মতো আমাকে অরুনা বলে ডাকতেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে দীর্ঘ নয়টি মাস আমরা এক সঙ্গে ভারতের দিল্লী, বোম্বে, গোয়া, পুনা, কানপুর, কাচরাপাড়া ও শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের নেতৃত্বে গোবরা ক্যাম্পেও থেকেছি। অরুনা সাহার পুত্র প্রভাষক রাজা রাম সাহা ও কন্যা আইভি সাহা বলেন, অনেকদিন মায়ের মুখে আব্দুর জব্বার ও আপেল মাহমুদ মামার অসংখ্য গল্প শুনেছি। তারা মাকে যে নিজের ছোট বোনের মতো আগলে রেখেছিলেন মা তার অনেক স্মৃতিচারণ করেছেন। এরই মধ্যে বুধবার আব্দুর জব্বার মামার মৃত্যুর সংবাদ শুনেই মা অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। শিল্পী আব্দুর জব্বার মামার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমাদের পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
×